Logo
Logo
×

তারাঝিলমিল

টম ক্রুজের সেরা দশ সিনেমা

Icon

তারা ঝিলমিল ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এম আই সিরিজের সিনেমা নিয়ে আবারও হাজির হয়েছিলেন হলিউড সুপার স্টার টম ক্রুজ। ১২ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘মিশন ইম্পসিবল : ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিনেমাটি। দুই পার্টে নির্মিত এ সিনেমার প্রথম পার্ট মুক্তির এক মাসের বক্সঅফিস রিপোর্টে আয়ের পরিমাণ বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন ডলার। স্বভাবতই বেশ ফুরফুরে মেজাজে আছেন এ তারকা। তবে ৫০০ মিলিয়ন আয় করা এবারই তার জন্য প্রথম নয়। আরও বেশ কয়েকটি সিনেমা নিয়ে তিনি রাজত্ব করেছেন হলিউড ইন্ডাস্ট্রিতে। চলুন জেনে নেওয়া যাক টম ক্রুজ অভিনীত এমনই সেরা দশটি সিনেমার কথা।

শুরুতেই বলতে হয় ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল : গোস্ট প্রোটোকল’-এর কথা। এটি মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। এটি তালিকার দশম স্থানে রয়েছে। এরপর অর্থাৎ নবম স্থানে রয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যাগনোলিয়া’ সিনেমাটি। এ সিনেমায় একজন মোটিভেশনাল স্পিকারের চরিত্রে অভিনয় করে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন টম। তালিকার অষ্টম স্থানে আছে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল : ফলআউট’। এরপর সপ্তম স্থানে আছে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এজ অব টুমরো’ সিনেমাটি। এটা একটা সাই-ফাই ঘরানার সিনেমা, যেখানে টম ক্রুজ এলিয়েনদের সঙ্গে লড়াই করেছেন। তালিকার ষষ্ঠ স্থানে আছে ২০০২ সালে মুক্তি পাওয়া সাইন্স ফিকশন সিনেমা ‘মাইনোরটি রিপোর্ট’। পাঁচ নম্বরে রয়েছে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া রাজনৈতিক ড্রামা ঘরানার সিনেমা ‘বর্ন অন দ্য ফোরথ অব জুলাই’। এটি মূলত সার্জেন রন কোভিক’র বায়োপিক। তালিকায় চতুর্থ নম্বরে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রেইন ম্যান’। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘রিস্কি বিজনেস সিনেমাটি। দ্বিতীয় স্থানে আছে দুটি সিনেমা ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান ম্যাভরিক’ এবং ২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান ম্যাভরিক টু’। প্রথম স্থানে আছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘জেরি মারজিউ’।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম