Logo
Logo
×

তারাঝিলমিল

আগামীকাল মুক্তি পাচ্ছে

মুজিব : একটি জাতির রূপকার

Icon

তারা ঝিলমিল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামীকাল সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী। সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ভারতে সিনেমাটি মুক্তি পাবে ২৭ অক্টোবর।

জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হয় মূলত ২০১৯ সালে। মাঝখানে করোনা মহামারির কারণে কিছুটা বিরতি পড়লেও, ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে আবারও সিনেমার প্রথম ধাপের শুটিং হয়। পুরোপুরিভাবে সিনেমার নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। তবে এ সিনেমার চিত্রনাট্য তৈরি, শুটিং, চিত্রধারণ কিংবা বাস্তবের সঙ্গে মিল রেখে শিল্পীদের রূপসজ্জার কাজটি সহজ ছিল না মোটেই। দীর্ঘসময় ধরে এর প্রতিটি বিভাগে বিশেষ নজর দেয় পরিচালক এবং তার দল। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসাবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। এছাড়া সিনেমার সংগীত আয়োজন করেছেন ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র।

সিনেমাটি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনো চিত্রায়িত হয়নি। কিন্তু এ সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের। এ সিনেমা জাতির জন্য ইতিহাসের একটি দলিল।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম