Logo
Logo
×

তারাঝিলমিল

মঞ্চে আজ

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* জাতীয় নাট্যশালা : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপিয়ার-এর নাটক ‘জুলিয়াস সিজার’। এটি মঞ্চে এনেছে নাট্যতীর্থ। নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন তপন হাফিজ। রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক ছিলেন জুলিয়াস সিজার। ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন এ শাসক। যুদ্ধের মাঠে রণকৌশলের পাশাপাশি সাহিত্যেও ছিলেন তিনি সিদ্ধহস্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে রোমকে একনায়কতন্ত্রে রূপ দেন জুলিয়াস সিজার। তার যুদ্ধকৌশলে পরাজিত হয় স্পেন, গ্রিস, আফ্রিকা, মিসরের মতো দেশগুলো। নাটকটিতে স্বৈরশাসক জুলিয়াস সিজারের পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতাকেও তুলে ধরা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম