Logo
Logo
×

দশ দিগন্ত

সুনামির ১৪ বছর পর লাশ শনাক্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুনামির ১৪ বছর পর লাশ শনাক্ত

ফাইল ছবি

সুনামির ১৪ বছর পর এক মেয়ের লাশ শনাক্ত করা হয়েছে জাপানে। শুক্রবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। মেয়েটির নাম নাটসুসে ইয়ামানে। ২০১১ সালের জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর থেকে নিখোঁজ হয় সে। তখন তার বয়স ছিল ৬ বছর। মেয়েটির পরিবার দীর্ঘদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিয়াগির উত্তরাঞ্চলে দাঁত এবং চোয়ালের টুকরো পাওয়া গিয়েছিল। অবশেষে সেইগুলোর ডিএনএ পরীক্ষা করে লাশের প্রকৃত পরিচয় পাওয়া গিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম