পুলিশের সঙ্গে সংঘর্ষে শিশু জিম্মিকারী নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংঘর্ষটি ঘটে আরএ স্টুডিও নামে একটি ছোট ফিল্ম স্টুডিওর ভেতরে।ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মুম্বাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জিম্মিকারী নিহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার পোয়াই এলাকায় ১৭ জন শিশুকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত রোহিত আর্য পুলিশের গুলিতে মারা যায়। পুলিশের মতে, উদ্ধার অভিযানের সময় আর্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে পুলিশও এক রাউন্ড গুলি চালায়।
একজন কর্মকর্তা জানান, প্রথমে তারা জিম্মি-গ্রহীতার সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেই সুযোগ না দেওয়ায় তারা ‘বল প্রয়োগ’ করে ভবনে প্রবেশ করেন। নাটকীয় সংঘর্ষটি ঘটে আরএ স্টুডিও নামে একটি ছোট ফিল্ম স্টুডিওর ভেতরে। যেখানে আর্য একদল শিশুকে ‘অডিশন’ দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিল।
পুলিশ জানিয়েছে, ৮ থেকে ১৪ বছর বয়সি শিশুদের প্রায় দুই ঘণ্টা ধরে জিম্মি করে রাখা হয়েছিল এবং তারপর তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এনডিটিভি।
