Logo
Logo
×

দশ দিগন্ত

নিউইয়র্কে মেয়র নির্বাচন

৩৩ জরিপে এগিয়ে মামদানি

পাশে থাকার আশ্বাস ওবামার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৩৩ জরিপে এগিয়ে মামদানি

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন আগামীকাল। ইতোমধ্যেই আগাম ভোট শুরু হয়েছে দেশটিতে। জনপ্রিয়তায় বেশ এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। এরই মধ্যে শনিবার পর্যন্ত মেয়র নির্বাচন নিয়ে পরিচালিত ৩৬টি জরিপের ফলাফল প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এর মধ্যে ৩৩টি জরিপে এগিয়ে জোহরান মামদানি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিউয়া। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মামদানিকে ফোন করে তার প্রচারাভিযানের প্রশংসা করেছেন এবং নির্বাচনে জয়ের পর পরামর্শদাতা হিসাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। নিউইয়র্ক টাইমস, রয়টার্স।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রকাশিত জনমত জরিপগুলোতে মামদানি দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে আছেন। কয়েকটি জরিপে তাকে কুওমোর চেয়ে প্রায় ১০ পয়েন্ট এগিয়ে রাখা হয়েছে। কিছু জরিপে আরও বড় ব্যবধান দেখা গেছে। মামদানি কিছু ক্ষেত্রে ২০ পয়েন্টের বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিউয়ার সমর্থনের হার প্রায় ১৩ থেকে ১৯ শতাংশের মধ্যে রয়েছে। সর্বশেষ ২৫-৩০ অক্টোবরের মধ্যে জরিপ করেছে অ্যাটলাসইনটেল। তাদের ফলাফলে ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন মামদানি। পেয়েছেন ৪১ শতাংশ সমর্থন। তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩৪ শতাংশ সমর্থন। আর কার্টিস স্লিউয়া পেয়েছেন ২৪ শতাংশ সমর্থন। জোহরান মামদানিকে নিয়মিতভাবে ইহুদিবিদ্বেষী হিসাবে উপস্থাপন করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম