ট্রাম্পের ৩৫০% শুল্ক হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত ও পাকিস্তানের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই তারা সংঘাত (যুদ্ধ) বন্ধে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের এক সম্মেলনে এমন দাবি করেন তিনি।
ট্রাম্প জানান, দুই দেশের নেতা প্রথমে বিরোধ প্রকাশ করলেও তিনি দৃঢ় ছিলেন।
তিনি আরও বলেন, ‘আমি যখন দুই দেশের নেতাদের ৩৫০ শতাংশ শুল্কের ভয় দেখালাম, তখন তারা উভয়েই যুদ্ধ বন্ধে রাজি হন।’
ট্রাম্প ৬০ বারেরও বেশি দাবি করেছেন যে, তিনি এই বছরের মে মাসে ভারত-পাকিস্তানের উত্তেজনা নিরসনে সহায়তা করেছেন। এনডিটিভি।
