ভূখণ্ড ছাড়তে হবে ইউক্রেনকে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইউক্রেনের দোনেৎস্কের কোস্টিয়ান্টিনিভকা শহরের ধ্বংসযজ্ঞ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির নতুন কাঠামো প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক ছক সাজিয়েছে, যাতে শান্তিচুক্তির অংশ হিসাবে ইউক্রেনকে নিজ ভূখণ্ডের একটি অংশ ছাড়তে হবে।এছাড়া সামরিক বাহিনীর আকার ছোট করতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তি বুধবার রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিয়েভকে প্রস্তাবের মূল অংশ মেনে নিতে বলেছে।
সংবাদগুলো বলছে, এই কাঠামো রুশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই আঁকা হয়েছে। এমন প্রস্তাব কিয়েভের জন্য একটি বড় ধাক্কা।
