ছোট খবর
ইমরান খানের ৩ বোনের মুক্তি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনেরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে মঙ্গলবার রাতে আটক করে পুলিশ।
খানের এই তিন বোন হলেন আলেমা খান, ডা. উজমা খানম এবং নওরীন খান।
কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন তারা। আটকের আগে পুলিশ অশোভন আচরণ এবং জোরজবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়।
পরে তাদের চকরিতে স্থানান্তরিত করা হয় এবং এর কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। জিও টিভি।
