জাতে উঠতে গিয়ে মান গেল ভারতের
দুবাইয়ের ‘এয়ার শো’ ভেঙে পড়ল গর্বের যুদ্ধবিমান তেজস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুবাই এয়ারশোতে বিধ্বস্ত হয় ভারতের তেজস যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
উদ্দেশ্য ছিল দেশীয় প্রতিষ্ঠানে তৈরি যুদ্ধবিমানটির সক্ষমতা আন্তর্জাতিক বাজারের নজরে আনা। ক্রেতা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু লাভের আনা ঘরে তোলার সে আশা ডানা মেলতেই মুখ থুবড়ে পড়ল ভারত। বিশ্ব বিমান বাজারে এখন ‘জাতে উঠতে গিয়ে মান যাওয়া’ দশা ভারতের! বৈশ্বিক বিমান সংস্থাগুলোর বৃহত্তম বাণিজ্যিক অনুষ্ঠান ‘দুবাই এয়ার শো’ চলাকালীন ভেঙে পড়ল ভারতের গর্বের যুদ্ধবিমান ‘তেজস’। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়া তেজসটির পাইলট ছিলেন দেশটির বিমানবাহিনীর উইং কমান্ডার নমনশ স্যায়াল। দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন অগণিত দর্শকের চোখের সামনেই বিধ্বস্ত হয় বিমানটি। সোমবার থেকে শুরু হওয়া ৫ দিনের অনুষ্ঠানের শেষদিনে এই দুর্ঘটনা ঘটে। এবারের আয়োজনে ছিল ২১টি দেশের প্যাভিলিয়ন। আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই ভারতীয় যুদ্ধবিমানটি কম উচ্চতায় ‘অ্যারোবেটিক ডেমোনস্ট্রেশন সর্টি’ (বিমান এবং চালকের উন্নত ক্ষমতা প্রদর্শন করতে) প্রদর্শনের সময় ‘নেগেটিভ জি-টার্ন’ করতে গিয়ে বিধ্বস্ত হয়।
‘নেগেটিভ জি-টার্ন’ বলতে মাধ্যাকর্ষণের বিপরীতে গিয়ে বিমানের কারসাজিকে বোঝায়। ধারণা করা হচ্ছে, ‘নেগেটিভ জি-টার্ন’ করার সময় কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তেজস।
২ বছরেরও কম সময়ে এই নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনার কবলে পড়ল তেজস যুদ্ধবিমান। গত বছরের মার্চে ‘ভারত শক্তি’ মহড়ায় রাজস্থানের জৈসলমেরের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। ওই সময় অবশ্য পাইলট দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
‘হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড’র (হ্যাল) তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’র তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মালটিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যালের কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুটি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।
কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে তা এখনো স্পষ্ট নয়। ভিডিওতে দেখা গেছে, আচমকাই নিচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
