Logo
Logo
×

দশ দিগন্ত

কংগ্রেসের অনুষ্ঠানে ট্রাম্প

আমাকেই নেতা হিসাবে দেখছে ইউরোপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হোয়াইট হাউজে আয়োজিত বার্ষিক ‘কংগ্রেশনাল বল’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের আন্তর্জাতিক সাফল্য তুলে ধরেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহু আন্তর্জাতিক সংকট ‘সমাধান’ হয়েছে এবং দেশটি বৈশ্বিক নেতৃত্বের মর্যাদা ফিরে পেয়েছে। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে তিনি তার বৈদেশিক নীতিকে কেন্দ্র করে জোরালো বার্তা দেন।

ইউরোপের দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় দেশগুলো জানাচ্ছে, আপনার প্রেসিডেন্টকেই তারা কার্যত তাদের নেতা হিসাবে দেখছে।’ তিনি আরও দাবি করেন, ‘তারা এখন আমাদের কথা শুনছে এবং আমাদের প্রতি সম্মান দেখাচ্ছে, তেমন সম্মান তারা আগে কখনো দেখায়নি।’ টিআরটি ওয়ার্ল্ড। বক্তব্যে ট্রাম্প আরও দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘আটটি যুদ্ধ সমাধান’ করেছে। যদিও তিনি কোন কোন সংঘাতের কথা বলছেন, তা স্পষ্ট করেননি। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্র আবার সক্রিয়ভাবে ভূমিকা রাখছে। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম