মিউনিখে ন্যাটো মহাসচিব
রাশিয়ার পরবর্তী টার্গেট ইউক্রেন মিত্র
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে ইউক্রেন মিত্র-অর্থাৎ জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোতেই ভবিষ্যতে আক্রমণ চালাতে পারে ক্রেমলিন। বৃহস্পতিবার এমনই সতর্কবার্তা দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট্টো। আগামী ৫ বছরের মধ্যেই এই হামলা চালানো হতে পারে। বার্লিনের এক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আসন্ন যুদ্ধ ঠেকাতে প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়ানোর আহ্বানও জানান রুট্টো। সিএনএন।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে রুট্টো এ সময় আরও বলেন, ‘আমাদের (ন্যাটো) বিরুদ্ধে রাশিয়া এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে। আমাদের দাদা-দাদি কিংবা পিতামহ যেই মাত্রার যুদ্ধ মোকাবিলা করেছেন, তেমনটার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। কারণ সংঘাত এখন আমাদের দরজায়।’ চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তার দেশের নেই। তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করতেই চায়, তাহলে রাশিয়া এখনই প্রস্তুত রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়েছিল, তবে পুতিন ২০২২ সালে যখন রাশিয়ার প্রায় দুই লাখ সেনা সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভেতরে ঢুকিয়ে দেন। তখন একই সুরে কথা বলেছিলেন তিনি। তাই পুতিনের এমন কথা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করতে পারছে না। পুতিনের অভিযোগ, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টা বাস্তবায়নে ইউরোপের দেশগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি সম্প্রতি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাবগুলো পরিবর্তনের চেষ্টায় যে ভূমিকা নিয়েছে, সেটার প্রতি ইঙ্গিত করে এই অভিযোগ তুলেছেন।
