Logo
Logo
×

দশ দিগন্ত

নিজের সরকার থেকে নিজেই ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজ প্রশাসনের কাছ থেকেই ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফেডারেল তদন্ত ও মামলার জেরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) কাছে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন তিনি। শুক্রবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালানো হয়, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি।’ দ্য ইন্ডিপেনডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছি, আবার এখন প্রেসিডেন্ট হিসাবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনো মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি যেখানে একজন প্রেসিডেন্ট নিজের সরকারকে মামলা করেন এবং পরে নিজেই আবার সেই মামলা মীমাংসা করেন।’ তিনি আরও বলেন, ‘কয়েকজন আমাকে বলেছেন, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করব না। আমি ক্ষতিপূরণের এই অর্থ শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে দিয়ে দেব।’ প্রসঙ্গত, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিল এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

এ অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ এবং ২০২৪ সালে ডিওজের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেন ট্রাম্প। প্রথমটিতে, ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তকে কেন্দ্র করে তার অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। দ্বিতীয় মামলায়, ট্রাম্পের বাড়ি মার আ লাগোয় এফবিআইয়ের অভিযানের মাধ্যমে তার গোপনীয়তা লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। ট্রাম্প বলেন, তার কাছে সব প্রমাণ আছে এবং এসব কাজ বেআইনি ও জঘন্য। যদিও সেই সময় ডিওজে থেকে ২৩ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন ট্রাম্প। তবে শুক্রবারের বক্তব্যে তা বাড়িয়ে ১০০ কোটি বলে উল্লেখ করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম