Logo
Logo
×

দশ দিগন্ত

ভারতের রাষ্ট্রপতির বেতন কত, সুবিধা কী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২৪ জুলাই শেষ হচ্ছে ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস মেয়াদ। এরপরই ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনিই হবেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তার বেতন কত হবে? রাষ্ট্রপতি হিসাবে আর কী কী সুবিধা পাচ্ছেন তিনি। হিন্দুস্তান টাইমস।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন দ্রৌপদী। কোনো দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে এটিই বিশ্বের বৃহত্তম। এই ঐতিহাসিক ভবনে চারটি তলা মিলিয়ে রয়েছে ৩৪০টি ঘর। আড়াই কিলোমিটার করিডোর এবং ১৯০ একর জমির ওপরে রয়েছে বাগান। এ ছাড়াও রাষ্ট্রপতির থাকার জন্য হায়দরাবাদে রয়েছে ‘রাষ্ট্রপতি নিলয়ম’ নামে একটি বিলাসবহুল ভবন। একইভাবে ছুটি কাটানোর জন্য সিমলায় রয়েছে রিট্রিট বিল্ডিং। রাষ্ট্রপতির সচিবালয়ের পাঁচজন কর্মী ছাড়াও রাষ্ট্রপতি ভবনে প্রায় ২০০ কর্মী রক্ষণাবেক্ষণের কাজ করেন।

রাষ্ট্রপতি বেতন পান মাসিক ৫ লাখ রুপি। ২০১৬ সাল পর্যন্ত এর পরিমাণ ছিল দেড় লাখ রুপি। কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকরের পরে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপালদেরও বেতন বাড়ায়। বেতন ছাড়াও সারা জীবন বিনা খরচে চিকিৎসার সুযোগ পান রাষ্ট্রপতিরা। রাষ্ট্রপতি ভবনে কর্মীদের বেতন থেকে অতিথি আপ্যায়ন এবং খাওয়া-দাওয়ার জন্য বছরে বরাদ্দ থাকে ২ কোটি ২৫ লাখ রুপি। ভারতের রাষ্ট্রপতি ব্যবহারের জন্য পান কালো রঙের একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এছাড়াও রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি লিমুজিন গাড়িও থাকে। রাষ্ট্রপতি এবং তার স্ত্রী বা স্বামী বিশ্বের যে কোনো দেশে বিনা খরচে ঘুরতে পারেন। অবসরের পরে রাষ্ট্রপতিরা পান মাসে দেড় লাখ রুপি। অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতির স্বামী বা স্ত্রী মাসে পান ৩০ হাজার রুপি। অবসরের পরে থাকার জন্য আসবাবপত্রসহ একটি সরকারি বাংলো পান বিনা খরচে।

দুটি ল্যান্ডলাইন ও একটি মোবাইল ফোনও বিনা খরচে ব্যবহার করতে পারেন আজীবন। অবসরের পরে প্রয়োজনীয় কর্মীদের বেতন বাবদ বছরে পান ৬০ হাজার রুপি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম