Logo
Logo
×

দশ দিগন্ত

বানর তাড়াতে ‘বানর-মানুষ’

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সূচালো দাঁত বের করে ডাকছে। চোখে মুখে ক্ষিপ্রতার ছাপ। ভাবটা এমন যে, কাছে গেলেই পাকড়াও করবে। ধারালো নখ আঁচড়ে দেবে পুরো শরীরে। দেখতে অবিকল বানরের মতো এমনই এক ‘ল্যাঙ্গুর কাটআউট’ ঝুলাচ্ছেন বন বিভাগের এক কর্মকর্তা। দিল্লির রাস্তায়ই এখন দুই পা হাঁটলেই চোখে পড়ছে এ ধরনের বোর্ডের। দুদিনের (৯-১০ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি চলছে ভারতে। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে রাজধানী দিল্লিকে। তার মধ্যে শঙ্কা দেখা দিয়েছে ‘বানর’র উৎপাতকে ঘিরে। সমস্যা মোকাবিলায় এই অভিনব ব্যবস্থা নিয়েছে দিল্লি। যেসব এলাকায় বানরের উপদ্রব বেশি বা গাছে বসবাস করে সেসব অঞ্চলে বা গাছের সামনে রাখা হয়েছে ল্যাঙ্গুরের ‘কাটআউট’। বন বিভাগের সহায়তায় কাটআউটগুলো লাগানো হয়েছে। এতে বানরের উপদ্রব রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। শুধু কাটআউট নয়, ল্যাঙ্গুরের মতো ডাকতে পারে এমন বেশ কয়েকজন কর্মীকে সম্মেলনের দিনগুলোতে নিয়োগ করা হবে বলে জানিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। ৩০ থেকে ৪০ জনকে নিয়োগ করা হবে সিএনএন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম