Logo
Logo
×

দশ দিগন্ত

ন্যাটোর ৩২তম সদস্য হলো সুইডেন

Icon

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসাবে যাত্রা শুরু হলো সুইডেনের। জোটটির ৩২তম সদস্য হিসাবে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করে সুইডেন। ইউক্রেনে রুশ হামলার পর সুইডেন হচ্ছে দ্বিতীয় দেশ, যারা ন্যাটো জোটে যোগ দিল। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এদিন ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের নথি হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে ন্যাটো জোটের সদস্য হওয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে সুইডেনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নথিগুলো গ্রহণ করেন। ন্যাটোর নিয়মানুযায়ী, কোনো দেশকে জোটের নতুন সদস্য হতে হলে পুরোনো সদস্যদের সবার অনুমোদন নিশ্চিত করতে হয়। এই অনুমোদন লাভের জন্য দুই বছরের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সুইডেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম