ছোট খবর
যুক্তরাষ্ট্রে ভোট দিতে প্রমাণ করতে হবে নাগরিকত্ব

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এবার দেশের নির্বাচনি ব্যবস্থা পালটে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতি ঠেকাতে মঙ্গলবার নতুন নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। আদেশ অনুযায়ী, ভোট দেওয়ার সময় এখন থেকে পাসপোর্ট, জন্মসনদ বা কোনো নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে নাগরিকদের। এছাড়া, নির্বাচনের দিন নির্ধারিত সময়ের পর ডাকে আসা ভোটগণনা করতে নিষেধ করা হয়েছে ওই আদেশনামায়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন সহায়তা পরিষদকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। নতুন এই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এটি নির্বাচনি কারচুপি বন্ধের পথে বড় একটি পদক্ষেপ। সামনে আরও ব্যবস্থা নেওয়া হবে যেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা পরিচ্ছন্ন করতে হবে। দেশ ভুয়া ও দুর্নীতিগ্রস্ত নির্বাচনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে মার্কিন নির্বাচনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির কাছে তার পরাজয়কে মিথ্যা দাবি করে চলেছেন। ট্রাম্পের দাবি, ২০২০ সালে নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জিতেছিলেন বাইডেন। পাবলিক সিটিজেনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৪ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ কোটি ৬০ লাখ লোকের পাসপোর্ট নেই। ব্রেনান সেন্টারের গবেষণায় দেখা গেছে, ৯ শতাংশ মার্কিন নাগরিক, যারা ভোট দেওয়ার যোগ্য, অর্থাৎ ২ কোটি ১৩ লাখ মানুষের নাগরিকত্ব প্রমাণের নথি নেই।