Logo
Logo
×

দশ দিগন্ত

জাপানের তাকাহাশিকে থেকে কানাডার কার্নি

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন যারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ব রাজনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা সাধারণত নীতিনির্ধারণী পরামর্শদাতা হিসাবেই বেশি পরিচিত। কিন্তু কিছু ব্যক্তিত্ব রয়েছেন, যারা এই দায়িত্ব পেরিয়ে সরাসরি পৌঁছেছেন দেশের শীর্ষ নেতৃত্বে। ব্যাংকের শীর্ষ পদ থেকে আসীন হয়েছেন প্রধানমন্ত্রিত্বে। যাদের মধ্যে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নিও রয়েছেন। দেশটিতে রোববার অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে তার দল। ফলে জোট সরকার হলেও কার্নির দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়া অনেকটা নিশ্চিতই বলা যায়। কর্মজীবনে ব্যাংক অব ইংল্যান্ড ও ব্যাংক অব কানাডার কেন্দ্রীয় গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন কার্নি।

মার্ক কার্নি : অর্থনীতিবিদ হিসাবে নিজের কর্মজীবন শুরু করা কার্নি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। বৈশ্বিক আর্থিক সংকটের সময় দক্ষ নেতৃত্বের জন্য তিনি বেশ প্রশংসিত হন। তার সময়কালেই কানাডা তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতির উদাহরণ হয়ে ওঠে। এরপর ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ব্যাংকটির প্রথম বিদেশি প্রধান।

মারিও দ্রাঘি : মারিও দ্রাঘি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। পরে তিনি ইতালির প্রধানমন্ত্রী হন। তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন যখন দেশটি কোভিড-১৯ এবং অর্থনৈতিক মন্দার মুখে পড়েছিল। তার নেতৃত্বে ইতালি পুনরুদ্ধারের পথে এগোতে শুরু করে। ২০২২ সালে জোট সরকারের ভাঙনের পর তিনি পদত্যাগ করেন।

কার্লো আজেলিও চাম্পি : চাম্পি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংক অব ইতালির গভর্নর ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দুর্নীতির ভয়াবহ কেলেঙ্কারির সময়ে তিনি ইতালির অর্থনীতিকে স্থিতিশীল করতে কার্যকর ভূমিকা রাখেন।

মনমোহন সিং : ভারতের ইতিহাসে প্রথম শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর। ১৯৯১ সালে অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে তিনি ভারতে উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার শুরু করেন। এরপর ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

কোরেকিয়ো তাকাহাশি : কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে প্রধানমন্ত্রী হওয়ার ধারার প্রথম পথিকৃৎ বলা যায় কোরেকিয়ো তাকাহাশিকে। তিনি ১৯১১ থেকে ১৯১৩ সাল পর্যন্ত ব্যাংক অব জাপানের গভর্নর ছিলেন। পরে ১৯২১-২২ সালে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম