|
ফলো করুন |
|
|---|---|
গাজার ত্রাণকেন্দ্রগুলোতে এখন উপচেপড়া ভিড়। একবেলা খাবারের জন্য মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে ক্ষুধার্ত গাজাবাসীরা। সে যে প্রান্তেই হোক! খাবারের খোঁজে হুড়মুড়িয়ে পড়ছে পুরো জনপদ। ছবির এই শিশুটিই তার জলজ্যান্ত উদাহরণ। প্রচণ্ড ধাক্কায় রীতিমতো কেঁদে দিয়েছে মধ্যাঞ্চলের নুসেইরাতে খাবারের সন্ধানে আসা এক বালক। বুধবার এমন প্রতিকূল পরিস্থিতিতেও ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরাইল। সেই হামলায় আহত এক পুরুষ আল-শিফা হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে। এদিন সকাল থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ত্রাণ আনতে গিয়ে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৬৩ জনেরও বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- শুধুমাত্র ত্রাণ বিতরণ কেন্দ্রে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৮৫৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৭৪ জন আহত হয়েছেন -এএফপি, আল-জাজিরা
