Logo
Logo
×

দশ দিগন্ত

‘আইনের ঊর্ধ্বে কেউ না’

ওবামাকে গ্রেফতারের এআই ভিডিও পোস্ট ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে! দৃশ্যটি পুরোটাই কৃত্রিম বুদ্ধিমতার (এআই) কারসাজি। কাল্পনিক এই দৃশ্যের ভিডিওটি সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথসোশ্যালে পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভি।

ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, ওবামা বলছেন, ‘কেউ না, এমনকি প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন।’ তার পর জো বাইডেনসহ একাধিক প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্টকেও একই কথা বলতে শোনা যাচ্ছে। তার পরেই বিদ্রূপাত্মক ভঙ্গিতে হাসছেন একজন। এর পরের অংশে দেখানো হচ্ছে, হোয়াইট হাউজে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা ওবামার হাতে হাতকড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। পাশে বসে হাসছেন ট্রাম্প। ভিডিওর পরের অংশে কমলা পোশাক পরে জেলের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন ওবামা। গোটা ভিডিওর উপরে লেখা, ‘কেউই আইনের ঊর্ধ্বে নন।’

ট্রাম্প এই ভিডিও কেন পোস্ট করলেন, তা স্পষ্ট নয়। তিনি নিজে এর কোনো ব্যাখ্যা দেননি। তবে তিনি ওবামাকে গ্রেফতার করানোর ইঙ্গিত দিলেন কি না, তা নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কয়েক দিন আগেই ট্রাম্প প্রশাসনের গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ড সরকারি নথি উদ্ধৃত করে দাবি করেছিলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়কে খাটো করে দেখানোর চেষ্টা করেছিলেন ওবামা। ওবামার বিরুদ্ধে বিচার শুরু হওয়া উচিত বলেও জানিয়েছিলেন তুলসী। মনে করা হচ্ছে, সেখান থেকে ট্রাম্প-ওবামা দ্বন্দ্বের সূত্রপাত। তবে আর এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে পাশাপাশি বসে কথা বলতে দেখা গিয়েছিল ট্রাম্প এবং ওবামাকে। সেই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম