১০৯ সংস্থার যৌথ বিবৃতি
চরম দুর্ভিক্ষের মুখোমুখি গাজা
ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি ৬০ ব্রিটিশ এমপির
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলি অবরোধে বিপর্যস্ত গাজায় দুর্ভিক্ষ এখন শুধু আশঙ্কা নয়-এটি বাস্তব, নির্দয় এবং দিন দিন আরও গভীর হয়ে উঠছে। খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই, এমনকি কাল বেঁচে থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। উপত্যকাটিতে বুলেট-বোমা ছাড়াও খাবারের অভাবেও প্রতিদিনই মরছে মানুষ। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। এর মধ্যে ৮০ জনই শিশু। এমন পরিস্থিতিতে গাজায় ‘চরম দুভিক্ষ’র হুঁশিয়ারি দিয়েছে ১০৯টি আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার সংস্থা। বুধবার একটি যৌথ বিবৃতিতে বলেছে, গাজাজুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তারা। ক্রসিং খুলে দেওয়া এবং পূর্ণ খাদ্য সরবরাহের আহ্বানও জানিয়েছে সংস্থাগুলো। বিবিসি, আল জাজিরা। সংস্থাগুলো বলেছে, গাজার মানুষ ক্ষুধা ও রোগে ভুগে ধুঁকছে। শিশু ও বয়স্কদের মধ্যে তীব্র পুষ্টিহীনতার রেকর্ডমাত্রা দেখা যাচ্ছে। ডায়রিয়া, পানিশূন্যতা ছড়িয়ে পড়ছে। তারা অভিযোগ করেছে, গাজায় প্রতিদিন গড়ে মাত্র ২৮টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। তা ২০ লাখের বেশি মানুষের জন্য সীমিত। অথচ জাতিসংঘ এর আগে পরামর্শ দিয়েছে, দুই মিলিয়ন জনসংখ্যার খাদ্য সরবরাহের জন্য প্রতিদিন কমপক্ষে ৬০০টি ট্রাক প্রয়োজন। সংস্থাগুলো আরও জানিয়েছে, ‘গাজাজুড়ে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, আমাদের সহকর্মীরা এবং গাজার মানুষ ক্লান্ত হয়ে পড়ছে।’ যুদ্ধবিরতি হওয়ার আগে ক্রসিং খুলে দেওয়া এবং জাতিসংঘের নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে পূর্ণ খাদ্য সরবরাহের আহ্বানও জানিয়েছেন তারা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে ইসরাইলকে সতর্ক করে বলেছে, এমন পরিস্থিতি চলতে থাকলে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউরোপে যাচ্ছেন যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার ‘করিডর’ নিয়ে আলোচনায় অংশ নিতে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র নেবাল ফারসাখ বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছে। তিনি সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় বলেছেন, চার মাসেরও বেশি সময় ধরে সব সীমান্ত বন্ধ। গাজায় কোনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ কিছুই প্রবেশ করতে পারছে না। মানুষ অনাহারেই মারা যাচ্ছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় কমপক্ষে ৫৯,২১৯ ফিলিস্তিনি নিহত এবং ১,৪৩,০৪৫ জন আহত হয়েছেন।
এদিকে ইসরাইলের অস্ত্র রপ্তানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রায় ৬০ জন এমপি ও লর্ড (পার্লামেন্টের নিুকক্ষ হাউজ অব কমন্স ও উচ্চকক্ষ লর্ড সভার সদস্য)।
ফিলিস্তিনপন্থি ৮০ শিক্ষার্থীকে কঠোর শাস্তি : গাজায় যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় প্রায় ৮০ শিক্ষার্থীকে বহিষ্কার, কোর্স থেকে সাময়িক স্থগিত ও ডিগ্রি বাতিলের মতো কঠোর শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
কলাম্বিয়া ইউনিভার্সিটির অ্যাপার্থাইড ডাইভেস্ট (সিইউএডি) নামের এক ছাত্র-অধিকার গোষ্ঠী জানায়, যারা বিশ্ববিদ্যালয়কে ইসরাইলের সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করতে আহ্বান জানিয়েছিল তাদের অনেক সদস্যকেই এক বছরের বেশি সময়ের জন্য স্থগিত কিংবা চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, এই সর্বশেষ শাস্তিগুলো মূলত বাটলার লাইব্রেরি দখল এবং ২০২৪ সালের অ্যালামনাই উইকেন্ডে ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট। বিশ্ববিদ্যালয় জানায়, একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো বিশ্ববিদ্যালয়ের নীতিমালার লঙ্ঘন।
