Logo
Logo
×

দশ দিগন্ত

ত্রাণের ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে গাজাবাসী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোটা গাজা এখন এক উন্মুক্ত ক্ষুধার্ত কারাগার। যুদ্ধ, অবরোধ আর দিনের পর দিন অনাহারে কাটানো পরিবারগুলোর চোখে ত্রাণের ট্রাক মানেই মরুভূমিতে হঠাৎ দেখা জলধারার মতো। তাই আর কেউ অপেক্ষা করেনি গুদামে পৌঁছানোর, প্রশাসনিক বণ্টনের কিংবা কোনো ঘোষণার। কারেম আবু সালেম ও উত্তর গাজার জাকিম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক ঢোকার সঙ্গে সঙ্গেই দিগবিদিক ছুটে গিয়ে সেগুলোতে ঝাঁপিয়ে পড়ে অসংখ্য পুরুষ, নারী এবং শিশুরা। কেউ চালের বস্তা টেনে নামাচ্ছেন, কেউ ব্যাগ ছিঁড়েই বের করছেন চাল। অনেকেই আবার ট্রাকের গায়ে উঠে ঝুলে পড়েছেন-কেবল একমুঠো খাবারের জন্য। অনেকেই খাবার আনতে গিয়ে নিহতও হয়েছেন। তবুও ছুটছেন ট্রাকের দিকেই। গুদামে পৌঁছানোর আগেই ট্রাকগুলো থেমে যায় গাজার ক্ষুধার্ত মানুষের হাহাকারে। আলজাজিরা। সোমবার গাজার কারেম আবু সালেম ও জাকিম ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে ছিল আটা, খাদ্যপ্যাকেট, ওষুধ ও চিকিৎসা সামগ্রী। যদিও এসব ট্রাক গুদামে পৌঁছাতে পারেনি। কিন্তু এছাড়া আর অপেক্ষার অবকাশও ছিল না গাজার মানুষের। ইসরাইলি অবরোধে দীর্ঘদিন ধরেই না খেয়ে দিন পার করেছে তারা। গাজা সরকার জানিয়েছে, মোট ৭৩টি ট্রাক গাজায় পৌঁছেছে, কিন্তু কোনো ট্রাকই গুদামে পৌঁছাতে পারেনি। এদিকে আলজাজিরা জানিয়েছে, গাজার ক্ষুধার্ত শিশুদের জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়ে অনেক মা নিহত হচ্ছেন। এরই মধ্যে জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, তারা দুই সপ্তাহের মধ্যে গাজার সব অঞ্চলে ত্রাণ পৌঁছানোর পরিকল্পনা করেছে। কিন্তু এর জন্য সীমান্ত খুলে দেয়া, পারমিট এবং নিরাপত্তার প্রয়োজন। তিনি আরও বলেছেন, মাত্র এক সপ্তাহের বিরতি যথেষ্ট নয়, কারণ তারা এখানে এক বিশাল মানবিক সংকট দেখেছেন।

অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৪ জনের মৃত্যু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মৃতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এ নিয়ে ৮৮ শিশুসহ অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গাজায় ১,০৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত ৭,২০০ জন

ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার পরিহার করতে হবে। সংঘাতজনিত ক্ষুধা গাজা থেকে সুদান এবং তার বাইরেও ছড়িয়ে পড়ছে। রোববার ইথিওপিয়ায় জাতিসংঘের এক সম্মেলনে রোববার ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, আমাদের কখনোই ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসাবে গ্রহণ করা উচিত নয়

ত্রাণ সরবরাহ ‘এখনো সমুদ্রে এক ফোঁটা পানি।’ গাজায় রোববার আরও ত্রাণ ট্রাক প্রবেশ করলেও সামগ্রিক এ সরবরাহকে ‘সমুদ্রে এক ফোঁটা’ হিসাবে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার

গাজায় কেউ অনাহারে নেই। ক্ষুধায় সেখানে মানুষ মরছে কথাটি ডাহা মিথ্যা। ইসরাইল কোনো ‘অনাহারী অভিযান’ পরিচালনা করছে না। রোববার জেরুজালেমের এক খ্রিষ্টান সম্মেলনে এ মন্তব্য করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম