খাদ্যাভাবে জীবন-মৃত্যুর লড়াই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধবিধ্বস্ত গাজায় মোহাম্মদ আল-মুতাওয়াকের মা হিদায়া। বাবা হারা সন্তানকে নিয়ে প্রতিনিয়ত লড়াই করছেন তিনি। অপুষ্টিতে মুতাওয়াকের শরীর কঙ্কালসার হয়ে দাঁড়িয়েছে। শরীরে হাড় ছাড়া কিছুই দেখা যায় না। ইসরাইলের সমর্থকরা দাবি করেছিলেন গাজায় অনাহার একটি ‘মিথ্যা’। কিন্তু মুতাওয়াকের এই ছবি গাজার প্রকৃত চিত্র তুলে ধরে।
শিশুটির মা হিদায়া তার বাড়ি থেকে সমুদ্রের দিকে তাকিয়ে একটি অস্থায়ী তাঁবুতে তার গল্পটি স্মরণ করেছিলেন। তিনি বলেন, ‘যখন গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, তখন আমি সাত মাসের গর্ভবতী ছিলাম। সে ২০২৩ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করে। যখন আমি তাকে জন্ম দিই, তখন তিনি অক্সিজেনের অভাবে ভুগছিলেন যার ফলে পেশিতে সামান্য দুর্বলতা দেখা দেয়।’ কিন্তু প্রয়োজনীয় দুধ এবং খাবারের অভাবে ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে মুতাওয়াকের। তার ওজন নয় কেজি থেকে ছয় কেজিরও কম হয়েছে। এমনকি তার পেশি শক্তি এবং গতিশীলতা কমে গিয়েছে। এরপর মা হিদায়া আরও বলেন, ‘যখন আমি আমার ছেলের শরীর এবং মুখের পরিবর্তনগুলো লক্ষ করতে শুরু করি, তখন আমি তাকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তারা আমাকে বলেছিল যে সেসময়ে তার একমাত্র চিকিৎসা হলো খাবার। তার মতো একটি শিশুর দুধ, ডিম, পনির, শাকসবজি এবং ফল প্রয়োজন।’
