Logo
Logo
×

মধ্যপ্রাচ্য

চিত্র শিল্পী

গাজা সিটি দখলে রিজার্ভ সেনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজা সিটি দখলে রিজার্ভ সেনা

ইসরাইলি সেনবাহিনীর একটি গ্রুপ। ছবি: সংগৃহীত

যুদ্ধ বিরতি আলোচনার মধ্যেই ‘গাজা সিটি’ দখলের পরিকল্পনা পাশ করলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে গাজা সিটিতে রিজার্ভসেনা পাঠানোর অনুমোদন দিলেন। এবার প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার জানিয়েছেন, সেনাপ্রধান ইয়াল জামির ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত ব্রিগেডগুলো গাজা সিটি ঘিরে ফেলবে এবং প্রায় ১০ লাখ বাসিন্দাকে নগরী ছাড়তে বাধ্য করবে।

এক মাস পর মোতায়েনের কথা থাকলেও অভিযানের প্রস্তুতি জোরদার করতে এই সেনাদের আগেভাগেই ডাকা হচ্ছে। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে চলা এ যুদ্ধ নতুন এক চরম পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। ইতোমধ্যেই প্রায় ২২ মাসের সংঘাতে ১৯ হাজার শিশুসহ ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ইসরাইলি কর্মকর্তারাই স্বীকার করছেন, দীর্ঘায়িত যুদ্ধ সৈন্যদের মধ্যে ক্লান্তি ও ক্ষোভ বাড়িয়ে তুলেছে। ফলে এবার রিজার্ভ সেনাদের সাড়া প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এতে দখল পরিকল্পনা আগামী বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। -আলজাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম