ভারতে অনলাইন জুয়া নিষিদ্ধ
সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করছে ভারত। বৃহস্পতিবার রাতেই সংসদের উভয় কক্ষ এই বিল পাশ করেছে। আইন অনুযায়ী, অনলাইন জুয়া খেলা, প্রচার বা অর্থায়ন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর আইন কার্যকর হবে। সরকার জানিয়েছে, দ্রুত বিস্তার লাভ করা এই অনলাইন জুয়া বহু মানুষকে আসক্তি, আর্থিকভাকে ক্ষতিগ্রস্ত, এমনকি আত্মহত্যার দিকেও ঠেলে দিয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছে প্রতারণা, মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের ঝুঁকিও। এনডিটিভি।
সরকারের পরিসংখ্যান অনুযায়ী, এ খাতের কোম্পানিগুলো প্রতিবছর প্রায় ২.৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) তুলে নিয়েছে। যার শিকার হচ্ছিলেন দেশের প্রায় ৪৫ কোটি মানুষ। নিষেধাজ্ঞার আওতায় এসেছে কার্ড গেম, পোকার ও ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো। এর মধ্যে সবচেয়ে বড় আঘাত হেনেছে ভারতের জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোতে। এতে করে ভারতের জাতীয় ক্রিকেট দলের মূল স্পনসর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৩ সালের জুলাইয়ে ড্রিম-ইলেভেন তিন বছরের জন্য ভারতীয় দলের জার্সিতে লোগো বসিয়ে প্রধান স্পনসর হিসাবে যুক্ত হয়। তবে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়া শুক্রবার বলেন, ‘যদি এটি অনুমোদিত না হয়, তাহলে আমরা কোনোভাবেই করব না। কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতি আমরা শতভাগ মেনে চলব।’ ড্রিম-ইলেভেন শুক্রবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বিল পাশ হওয়ার পর থেকে ‘ক্যাশ গেম ও কনটেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে’, তবে ভক্তদের ‘পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকতে’ বলা হয়েছে।
