Logo
Logo
×

দশ দিগন্ত

আপ্যায়নে ভূরিভোজ

ভেড়ার চপ-ঝিনুকের স্যুপ খেলেন বিশ্বনেতারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বনেতাদের অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জমকালো সেই মেন্যুতে ছিল সব রকম খাবার। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সর্বোচ্চ নেতা কিম জন উনের খাবারেও ছিল বৈচিত্র্য। জানা যায়, শি’র গালা মেনুতে রয়েছে-ভেড়ার চপ, গলদা চিংড়ি এবং স্যামন ও ঝিনুকের স্যুপ। সিএনএন।

চীনের সরকারি তথ্যানুযায়ী, পুতিন আর কিমসহ ২৬ রাষ্ট্রনেতাকে রাজধানী বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০তম বার্ষিকীতে বুধবার সকালে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছেন এসব নেতা। এরপর তারা শি জিনপিংয়ের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। হংকংভিত্তিক রাষ্ট্র পরিচালিত পত্রিকা ওয়েন ওয়েই পো বেইজিংয়ে রাষ্ট্রনেতাদের দুপুরের খাবারের মেনুর একটি ছবি প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, খাবারের টেবিলে ছিল মুরগির মাংসের স্যুপ। আরও ছিল রোস্ট করা ভেড়ার মাংসের চপ, কাঁকড়া আর লবস্টার ভাজা।

রাষ্ট্রনেতারা পাতে তুলেছেন ঝিনুকের স্বচ্ছ স্যুপ, সঙ্গে মাশরুম ও লবণ দিয়ে ম্যারিনেট করা রোস্টেড স্যামন মাছ। খাবার টেবিলে দুই ধরনের ওয়াইন ছিল। লাল রঙের সায়রাহ ও সাদা রঙের রিয়েসলিং। চীনের হেবেই প্রদেশের ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্রেট ওয়াল’ এসব ওয়াইন উৎপাদন করেছে। আর শেষ পাতে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল পাই এবং ম্যাঙ্গো মুজ কেক।

কিম-পুতিন বৈঠক : চীন সফরে এসে একসঙ্গে আলোচনায় বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। একঘণ্টা চলেছে রুদ্ধদ্বার বৈঠক। ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন পুতিন। অন্যদিকে রাশিয়ার জন্য লড়াই করা নিজের কর্তব্য বলে জানিয়েছেন কিম। এমনকি ক্রেমলিনের সঙ্গে সম্পর্ককে ‘ভ্রাতিত্বের’ সঙ্গেও তুলনা করেছেন তিনি। আলোচনার এক পর্যায়ে কিমকে রাশিয়ায় দাওয়াত দিলেন পুতিন। বিবিসি, এএফপি, সিএনএন।

চীনে আয়োজিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল প্যারেডে যোগ দেন পুতিন ও কিম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম