Logo
Logo
×

কাল নিরবধি

২০২১ সালে হলিউডের সেরা ১০ সিনেমা

Icon

সেলিম কামাল

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২০২১ সালে হলিউডের সেরা ১০ সিনেমা

করোনার কারণে ২০২০ সালে অনেক সিনেমা মুক্তি দিতে পারেনি হলিউড। পরে সেগুলো ২০২১ সালে মুক্তি পেয়েছে। এসব সিনেমা যেমন দর্শক মাতিয়েছে, তেমনই সত্যিকার অর্থে বিনোদনের রসদও জুগিয়েছে। প্রথাগত গল্পের বাইরে কিছু ভিন্নধর্মী সিনেমা ছিল এ বছর। ২০২১ সালে হলিউডে মুক্তি পাওয়া আলোচিত দশটি সিনেমা হচ্ছে-

স্পাইডারম্যান : নো ওয়ে হোম

মার্ভেল কমিক্স চরিত্র স্পাইডারম্যানের চতুর্থ কিস্তি এটি। পরিচালনা করেছেন জন ওয়াটস। এতে স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার চরিত্রের নাম পার্কার। এ ছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন যেনদায়া, জ্যাকব বাটালন, মারিসা টোমেই, জেমি ফক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং আলফ্রেড মোলিনা। আইএমডিবি রেটিংয়ে সিনেমাটি ১০-এর মধ্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে এ সিনেমা।

দ্য ফাদার

এটি হলিউডের কমার্শিয়ালের বাইরে ভিন্নধর্মী গল্পের সিনেমা। এক ধরনের অভিজ্ঞতা এবং অস্থির জগতের যাত্রা নিয়ে গল্প বলেছে এটি। বাস্তব এবং বিশ্বাসযোগ্য করেই সিনেমাটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন অলিভিয়া কোলম্যান, অ্যান্টনি হপকিন্স, মার্ক গ্যাটিস, অলিভিয়া উইলিয়ামস, ইমোজেন পুটস, রুফাস সেওয়েল, আয়েশা ধরকার। আইএমডিবি রেটিংয়ে এ সিনেমার স্থান ৮.৩।

ডিউন

এটি বিজ্ঞান কল্পকাহিনি ভিত্তিক একটি সিনেমা। পরিচালনা করেছেন ডিনিস ভিলেনিউভ, এরিক রথ ও জন স্পাইটস। ১৯৬৫ সালের ফ্র্যাঙ্ক হার্বার্ট-এর উপন্যাস ডিউন অবলম্বনে ‘ডিউন’ সিনেমাটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন জেনডিয়া, টিমটি শালামে, রেবেকা ফার্গুসন, অস্কার আইজ্যাকসহ অনেকে। আইএমডিবি রেটিংয়ে এ সিনেমা পেয়েছে ৮.২ পয়েন্ট।

শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস

শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দি টেন রিংগস ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো মুভি। এটি মার্ভেল কমিক্স ভিত্তি করে নির্মিত একটি সিনেমা। শাং-চি চরিত্রকে কেন্দ্র করে এর গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন সিমু লিউ, আওকোয়াফিনা, মিশলে ইয়োহ, টনি চিউ ওয়ালি লিউং প্রমুখ। আইএমডিবি রেটিংয়ে এ সিনেমার পয়েন্ট ৭.৫।

এনকান্তো

চলতি বছরের সেরা অ্যানিমেটেড সিনেমা বলা যায় এটিকে। দারুণ সব চরিত্রের কমেডি ঘরানার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বেশ। এতে অভিনয় করেছেন, স্টেফানি ব্রিটেজ, ডায়ান গুয়েরেরো, রেনজি ফিলিজসহ অনেকে। আইএমডিবি রেটিংয়ে এ সিনেমাটি পেয়েছে ৭.৫ পয়েন্ট।

পাম স্প্রিংস

এটি একটি সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি সিনেমা। পরিচালনা করেছেন বারবাকো। এতে অভিনয় করেছেন অ্যান্ডি সামবার্গ, ক্রিস্টিন মিলিওটি, জে.কে. সিমন্স, মেরেডিথ হ্যাগনার, ক্যামিলা মেন্ডেস, টাইলার হোচলিন, পিটার গ্যালাঘের। আইএমডিবি রেটিংয়ে এটি পেয়েছে ৭.৪ পয়েন্ট।

নো টাইম টু ডাই

জেমস বন্ড সিরিজের সিনেমা এটি। বছরের অন্যতম আলোচিত সিনেমা। পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা ও মেট্রো গোল্ডউইন মেয়ার। এটি ড্যানিয়েল ক্রেগের বন্ড সিরিজের শেষ সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ক্রিস্টোফ ওয়াল্টজ, রামি মালেক, আনা ডি আরমাস, ডেভিড ডেনসিক, বিলি ম্যাগনুসেন, জেফরি রাইট, রালফ ফিয়েনস, লিয়া সিডক্স ও নাওমি হ্যারিস। আইএমডিবি রেটিং এ সিনেমা পেয়েছে ৭.৪।

এ কোয়াইট প্যালেস : পার্ট টু

হরর সিনেমা এটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যা কোয়াইট প্যালেস’র সিক্যুয়েল। এতে অভিনয় করেছেন সিলিয়ান মারফি, জন ক্রাসিনস্কি, এমিলি ব্লান্ট, নোয়া জুপে ও ডিজিমন। আইএমডিবি রেটিংয়ে এর অবস্থান ৭.৩।

দ্য সুইসাইড স্কোয়াড

এটি সুপারহিরো বেইজড সিনেমা। একটি সুইসাইড স্কোয়াড দলকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন মার্গট রবি, ইদ্রিস এলবা, জোয়েল কিন্নামান, ডেভিড ডাস্টমালচিয়ান ও ভায়োলা। আইএমডিবি রেটিংয়ে পেয়েছে ৭.৩।

ফ্রি গাই

এটি সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি সিনেমা। অভিনয় করেছেন জোডি কমার, রায়ান রেনল্ডস, তাইকা ওয়াইতিতি, উৎকর্ষ আম্বুদকর, লিল রিল হাওয়ারী। এর আইএমডিবি রেটিং ৭.২।

এ ছাড়াও চলতি বছর আলোচনায় আরও কিছু সিনেমা ছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-মার্ভেল কমিক্সভিত্তিক সুপারহিরো সিনেমা ‘ইটার্নালজ’, সুপারহিরো সিনেমা ‘ব্ল্যাক উইডো’, আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘জঙ্গল ক্রুজ’ ও মার্বেল কমিক ‘ভেনম : লেট দেয়ার বি কার্নেজ’।

২০২১ সালে হলিউড সেরা সিনেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম