এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
জীববিজ্ঞান প্রশ্নোত্তর
মো. মাসুদ খান
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধান শিক্ষক
ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা
জীবে পরিবহন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%
৫২। রক্তরস কাকে বলে?
উত্তর : রক্তের বর্ণহীণ তরল অংশকে রক্তরস বলে।
৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?
উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।
৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়? উত্তর : ৩ প্রকার
৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?
উত্তর : লাল অস্থিমজ্জায়
৫৬। একই দিনে জন্ম নেয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?
উত্তর : ১০০ দিন
৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত?
উত্তর : ৫-১০ হাজার
৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত?
উত্তর : প্রায় ৫০ লাখ
৫৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি?
উত্তর : প্রায় ৫০০ গুণ
৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?
উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার
৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?
উত্তর : লোহিত ও শ্বেত কণিকা
৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে? উত্তর : ৯০%
৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়?
উত্তর : পুঁজ
৬৪। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়?
উত্তর : লিউকোমিয়া
৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?
উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।
৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণি বিভাগ করেন? উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার
৬৭। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? উত্তর : চার মাস
৬৮। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন?
উত্তর : ১৯০১ সালে
৬৯। সার্বজনীন দাতা রক্তের গ্রুপ কী?
উত্তর : ও পজেটিভ
৭০। মানবদেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে?
উত্তর : ২ ধরনের
৭১। একজন সুস্থ মানুষ একবারে কত মিলি রক্ত দিতে পারে? উত্তর : ৪৫০ মিলি
৭২। মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : ২০ লাখ ৭৩। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত?
উত্তর : ৩টি
৭৪। ডায়াস্টোল কাকে বলে?
উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে।
৭৫। হৃৎপিণ্ড আবৃতকারী পর্দার নাম কী?
উত্তর : পেরিকার্ডিয়াম
৭৬। এপিকার্ডিয়াম মূলত কী দিয়ে গঠিত?
উত্তর : যোজক কলা
৭৭। ঊর্ধ্ব মহাশিরার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কিসে প্রবেশ করে? উত্তর : ডান অলিন্দ
৭৮। হেপাটিক শিরার শোষিত রক্ত কোথায় যায়? উত্তর : হৃৎপিণ্ডে
৭৯। শিরা কাকে বলে?
উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে পিরে আসে তাদের শিরা বলে।
৮০। ডান নিলয় থেকে কোন নাড়ি বের হয়?
উত্তর : ফুসফুসীয় ধমনি
৮১। টিউনিকা মিডিয়া কোথায় পাওয়া যায়?
উত্তর : ধমনি
৮২। ধমনির মাঝের স্তরটিকে কী বলে?
উত্তর : টিউনিকা মিডিয়া
৮৩। সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পালসের মান প্রতি মিনিটে কত? উত্তর : ৭০
৮৪। প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে? উত্তর : এক্লামশিয়া
৮৫। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?
উত্তর : অ্যানজিনা
৮৬। কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়? উত্তর : কোলেস্টেইন
৮৭। আমাদের রক্তে LDL এর শতকরা পরিমাণ কত? উত্তর : ৭০%
৮৮। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL এর আদর্শ মান কত?
উত্তর : ১.৬৮ - ৪.৫৩
৮৯। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL এর আদর্শ মান কত? উত্তর : ১.৬৮-৪.৫৩
৯০। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL এর আদর্শ মান কত?
উত্তর : ০.৯০ - ১.৪৫
৯১। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL এর আদর্শ মান কত?
উত্তর : ০.৯০ - ১.৬৮
৯২। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত?
উত্তর : ০.৪৫ - ১.৮১
৯৩। কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলস্টেরল ব্যবহৃত হয়?
উত্তর : অ্যাডরেনাল
৯৪। মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়? উত্তর : ২০-৩০
৯৫। রক্ত কোষের ক্যান্সারকে কী বলে?
উত্তর : লিউকেমিয়া
৯৬। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়?
উত্তর : Streptococcus
৯৭। হার্ট বিট কী?
উত্তর : প্রতি মিনিটে যে সংখ্যক বার হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় তাকে হার্ট বিট বলে।
৯৮। নেফ্রন কী?
উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে।
৯৯। নাড়িঘাত চাপ কী?
উত্তর : উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপের পার্থক্যকে নাড়িঘাত চাপ বলে।
