Logo
Logo
×

টিউটোরিয়াল

দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ভূগোল ও পরিবেশ

Icon

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠিত হয়। এ শিলায় নানা প্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ দেখা যায়। জৈবিক, যৌগিক প্রক্রিয়ায় এ শিলা গঠিত হতে পারে।

৩৪। মহাদেশীয় ভূত্বক স্তরের শতকরা কত ভাগ পাললিক শিলা?

ক) ৫৫ খ) ৬০

গ) ৭৫ ঘ) ৮০

৩৫। পাললিক বৈশিষ্ট্যগুলো হলো-

i. স্তরীভূত

ii. জীবাশ্ম দেখা যায়

iii. সহজেই ক্ষয়প্রাপ্ত

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii, iii

৩৬। কোনটি পাললিক শিলার উদাহরণ নয়?

ক) কেওলিন খ) অ্যান্ডিসাইট

গ) কয়লা ঘ) শেল

৩৭। চুনাপাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

ক) গ্রাফাইটে খ) স্লেটে

গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে

৩৮। পাললিক শিলা ভূ-পৃষ্ঠের মোট আয়তনের শতকরা কত ভাগ দখল করে আছে?

ক) ৫ ভাগ খ) ৭ ভাগ

গ) ১০ ভাগ ঘ) ২০ ভাগ

৩৯। আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে কী শিলায় পরিণত হয়?

ক) অন্ত্যজ শিলায় খ) রূপান্তরিত শিলায়

গ) স্তরীভূত শিলায় ঘ) প্রাথমিক শিলায়

৪০। বেলে পাথর রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

ক) গ্রাফাইটে খ) স্লেটে

গ) মার্বেলে ঘ) কোয়ার্টজাইটে

৪১। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) দুইভাগে খ) তিনভাগে

গ) চারভাগে ঘ) পাঁচভাগে

৪২। আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত কিসের দ্বারা?

i. ভূমিকম্প ii. বৃষ্টিপাত

iii. আগ্নেয়গিরি

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১৭গ ১৮ক ১৯ঘ ২০ঘ ২১ঘ ২২খ ২৩ক ২৪গ ২৫ঘ ২৬খ ২৭ক ২৮গ ২৯খ ৩০ক ৩১ঘ ৩২ঘ ৩৩ক ৩৪গ ৩৫ঘ ৩৬খ ৩৭গ ৩৮ক ৩৯খ ৪০ঘ ৪১ক ৪২খ।

বারিমণ্ডল

১। Hydrosphere-এর বাংলা প্রতিশব্দ কী?

ক) বায়ুমণ্ডল খ) বারিমণ্ডল

গ) পানি ঘ) মণ্ডল

২। পৃথিবীর সব পানিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) ২ খ) ৩

গ) ৫ ঘ) ৭

৩। পৃথিবীর সব জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে?

ক) ৯৯ খ) ৯৭

গ) ৯৫ ঘ) ৮৭

৪। নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলে শতকরা কত ভাগ পানি রয়েছে?

ক) প্রায় ১২ ভাগ খ) প্রায় ১০ ভাগ

গ) প্রায় ৭ ভাগ ঘ) প্রায় ৩ ভাগ

৫। পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি?

ক) ৫টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি

৬। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর

গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

৭। ভগ্ন উপকূল বিশিষ্ট মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর

গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

৮। এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত মহাসাগর কোনটি?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর

গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

৯। উত্তর মহাসাগর-

i. পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত

ii. আয়তন ১ কোটি ৪৭ লাখ ব.কি.মি.

iii. গড় গভীরতা ৮২৪ মি.

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii, iii

১০। বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?

ক) সাগর খ) মহাসাগর

গ) উপসাগর ঘ) হ্রদ

১১। কোনটি সাগর-

i. বঙ্গোপসাগর ii. ভূমধ্যসাগর iii. লোহিত সাগর

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii, iii

১২। কোন মহাদেশটি বছরের সব সময় বরফে আচ্ছন্ন থাকে?

ক) এশিয়া খ) আফ্রিকা

গ) অস্ট্রেলিয়া ঘ) এন্টার্কটিকা

১৩। মহীসোপান-

i. এর সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মি. ii. এর গড় প্রশস্ততা ৭০ কি.মি.

iii. এটি ১ ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে।

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii, iii

১৪। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত?

ক) ৪,২৭০ মি. খ) ৩,৯৬২ মি.

গ) ৩,৯৩২ মি. ঘ) ৩,৮২৪ মি.

১৫। এন্টার্কটিকা ও ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অবস্থান কোন মহাদেশের?

ক) আটলান্টিক মহাসাগর খ) দক্ষিণ মহাসাগর

গ) ভারত মহাসাগর ঘ) প্রশান্ত মহাসাগর

১৬। ভারত মহাসাগরের আয়তন কত?

ক) ১৬ কোটি ৬০ লাখ খ) ৮ কোটি ২৪ লাখ

গ) ৭ কোটি ৩৬ লাখ ঘ) ১ কোটি ৫০ লাখ

উত্তর : ১খ ২ক ৩খ ৪ঘ ৫ক ৬ঘ ৭ক ৮গ ৯খ ১০খ ১১গ ১২ঘ ১৩ঘ ১৪ক ১৫খ ১৬গ।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলাম

সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় বন্দর, নারায়ণগঞ্জ

ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন

বহুনির্বাচনি প্রস্তুতি

১. বিদ্রোহী ফকির দলের নেতার নাম কি ছিল?

ক. মজনু শাহ খ. কাশিম শাহ

গ. নিমাই শাহ ঘ. মুসা শাহ

২. সন্ন্যাসীদের নেতার নাম কী?

ক. চেরাগ শাহ খ. করিম শাহ

গ. ভবানী পাঠক ঘ. সোবান শাহ

৩. মজনু শাহ কত সালে ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন?

ক. ১৭৭০ খ. ১৭৭১ গ. ১৭৭২ ঘ. ১৭৭৩

৪. মজনু শাহ কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৭৮৫ সালে খ. ১৭৮৬ সালে

গ. ১৭৮৭ সালে ঘ. ১৭৮৮ সালে

৫. তিতুমির কোথায় তার প্রধান ঘাঁটি স্থাপন করেন?

ক. নারিকেলবাড়িয়ায় খ. কাশিমপুরে

গ. ভবানীপাড়ায় ঘ. সুনামগঞ্জে

৬. বাংলাদেশে নীল চাষ কখন শুরু হয়?

ক. ১৭৫০-১৭৬০ সালের মধ্যে

খ. ১৭৬০-১৭৭০ সালের মধ্যে

গ. ১৭৭০-১৭৮০ সারের মধ্যে

ঘ. ১৭৮০-১৭৯০ সালের মধ্যে

৭. নীলদর্পণ কার লেখা?

ক. রামমোহন রায়ের খ. সৈয়দ আমির আলীর

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘ. দীনবন্ধু মিত্রের

৮. কত সালে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করা হয়?

ক. ১৮৬০ সালে খ. ১৮৬১ সালে

গ. ১৮৬২ সালে ঘ. ১৮৬৩ সালে

৯. কখন এদেশে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়?

ক. ১৮৯০ সালে খ. ১৮৯১ সালে

গ. ১৮৯২ সালে ঘ. ১৮৯৩ সালে

১০. ফরায়েজি আন্দোলন কে প্রতিষ্ঠা করেন?

ক. সৈয়দ আমির আলী খ. হাজী শরীয়তউল্লাহ

গ. হাজী মুহম্মদ মহসীন গ. নওয়াব আবদুল লতিফ

১১. হাজী শরীয়তউল্লাহর মৃত্যু হয়-

ক. ১৮৪০ সালে খ. ১৮৪১ সালে

গ. ১৮৪২ সালে ঘ. ১৮৪৩ সালে

১২. লাঠিয়াল বাহিনী গঠন করেন কে?

ক. সৈয়দ আমির আলী খ. হাজী শরীয়তউল্লাহ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. নওয়াব আবদুল লতিফ

১৩. বাঁশের কেল্লা নির্মিত হয় কত সালে?

ক. ১৮৩১ সালে খ. ১৮৩২ সালে

গ. ১৮৩৩ সালে ঘ. ১৮৩৪ সালে

১৪. রাজা রাম মোহন রায় জন্ম গ্রহণ করেন-

ক. ১৭৭২ সালে খ. ১৭৭৩ সালে

গ. ১৭৭৪ সালে ঘ. ১৭৭৫ সালে

১৫. মিরাতুল আখবার পত্রিকার প্রকাশক কে ছিলেন?

ক. সৈয়দ আমির আলী খ. হাজী শরীয়তউল্লাহ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

১৬. সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে?

ক. সৈয়দ আমির আলী খ. হাজী শরীয়তউল্লাহ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

১৭. কে ‘অ্যাংলো-হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?

ক. সৈয়দ আমির আলী খ. হাজী শরীয়তউল্লাহ

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

১৮. ‘অ্যাংলো-হিন্দু স্কুল’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৮২২ সালে খ. ১৮২৩ সালে

গ. ১৮২৪ সালে ঘ. ১৮২৫ সালে

১৯. রাজা রাম মোহন রায়ের মৃত্যু হয়-

ক. ১৮৩০ সালে খ. ১৮৩১ সালে

গ. ১৮৩২ সালে ঘ. ১৮৩৩ সালে

২০. ডিরোজিওর মৃত্যু হয়-

ক. ১৮৩০ সালে খ. ১৮৩১ সালে

গ. ১৮৩২ সালে ঘ. ১৮৩৩ সালে

২১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়-

ক. ১৮২০ সালে খ. ১৮২১ সালে

গ. ১৮২২ সালে ঘ. ১৮২৩ সালে

২২. কে বাংলা গদ্য সাহিত্যকে নবজীবন দান করেন?

ক. সৈয়দ আমির আলী খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. হাজী মুহম্মদ মহসীন ঘ. রাজা রাম মোহন রায়

২৩. বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?

ক. ১৮৫৬ খ. ১৮৫৭ গ. ১৮৫৮ ঘ. ১৮৫৯

২৪. কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়?

ক. সৈয়দ আমির আলীর

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

গ. হাজী মুহম্মদ মহসীনের

ঘ. রাজা রাম মোহন রায়ের

২৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়-

ক. ১৮৯০ সালে খ. ১৮৯১ সালে

গ. ১৮৯২ সালে ঘ. ১৮৯৩ সালে

২৬. হাজী মুহম্মদ মহসীন কখন জন্মগ্রহণ করেন?

ক. ১৭৩০ সালে খ. ১৭৩১ সালে

গ. ১৭৩২ সালে ঘ. ১৭৩৩ সালে

২৭. হাজী মুহম্মদ মহসীনের মাতার নাম কী?

ক. জয়নাব খানম খ. জয়তন খানম

গ. আয়নব খানম ঘ. আয়মান খানম

২৮. হাজী মুহম্মদ মহসীন কখন দেশ ভ্রমণে বের হন?

ক. ১৭৬০ সালে খ. ১৭৬১ সালে

গ. ১৭৬২ সালে ঘ. ১৭৬৩ সালে

২৯. হাজী মুহম্মদ মহসীন হুগলীতে কয়টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ.৪টি

৩০. হাজী মুহম্মদ মহসীন কখন মৃত্যুবরণ করেন?

ক. ১৮১২ সালে খ. ১৮১৩ সালে

গ. ১৮১৪ সালে ঘ. ১৮১৫ সালে

উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.গ ১০.খ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.খ ২১.ক ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.ক ৩০.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম