দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রস্তুতি
১. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
ক. ওলন্দাজ খ. ফারসি
গ. ফরাসি √ঘ. পর্তুগিজ
২. ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয়-
ক. বাক্য, বাক্য প্রকরণ, বাগধারা ইত্যাদি
খ. বর্ণ, সন্ধি, ণত্ব-ষত্ব বিধান
√গ. শব্দ প্রকরণ, পদ প্রকরণ, শব্দরূপ, ক্রিয়ার কাল
ঘ. উপরের কোনোটিই নয়
৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
ক. এগারোটি √খ. পঁচিশটি
গ. চল্লিশটি ঘ. পঞ্চাশটি
৪. কোনগুলো আদি স্বরাগম?
ক. স্নেহ> সিনেহ, দর্শন> দরিশন
খ. রত্ন> রতন, ধর্ম> ইস্কুল
√গ. স্ত্রী> ইস্ত্রী, স্কুল> ইস্কুল
ঘ. গ্রাম> গেরাম, প্রেক> পেরেক
৫. ঋ, র, ষ-এর পর তৎসম শব্দে মূর্ধন্য (ণ) ব্যবহৃত হয়- এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
ক. কৃষ্ণ √খ. হরিণ
গ. বিশেষণ ঘ. ব্যাকরণ
৬. ষত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?
√ক. অনুসঙ্গী খ. সুষম
গ. অভিশাপ ঘ. বিষম/কৃষ্টি
৭. ‘পশু+অধম’-এর শুদ্ধ সন্ধি কী?
√ক. পশ্বধম খ. পশ্বাধম
গ. পশুধম ঘ. পশাধম
৮. কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
√ক. সতিন খ. বিধাতা
গ. সপত্নী ঘ. বিপত্নী
৯. দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. দ্বিতীয় উক্তি √খ. অনুক্ত শব্দ
গ. শব্দ দ্বৈত ঘ. শব্দযুগল
১০. ‘দোসরা’- তারিখবাচক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
√ক. হিন্দি খ. বাংলা
গ. উর্দু ঘ. ফারসি
১১. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
ক. ক্রিয়া খ. বাক্য
√গ. বচন ঘ. অর্থ
১২. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক. অন্য দেশ খ. সুস্বাদু খাবার
√গ. সংবাদ ঘ. মিষ্টন্ন
১৩. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
√ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১৪. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক. মুখ্য কর্ম √খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. ধাত্বর্থক কর্ম
১৫. ‘আমি এ সংবাদে দুঃখিত হলাম’- এখানে ‘দুঃখিত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ?
√ক. মিশ্র ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া
গ. মৌলিক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
১৬. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
ক. কেতা √খ. টো
গ. গাছি ঘ. গুলিন
১৭. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমাপদ?
ক. প্রত্যায়ান্ত বহুব্রীহি খ. নিপাতনেসিদ্ধ বহুব্রীহি
গ. ব্যাধিকরণ বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি
১৮. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহার √খ. খাসকামরা
গ. আগ্রহ ঘ. উপকার
১৯. ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?
ক. উপধা খ. গুণ
গ. বৃদ্ধি √ঘ. ইৎ
২০. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. আগ্নেয় √খ. দাশরথি
গ. হৈমন্তিক ঘ. সৌর
২১. ‘আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।’ এটি-
ক. পুরাঘটিত বর্তমান √খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান অতীত ঘ. পুরাঘটিত অতীত
২২. কোন কালে বাংলা অনুজ্ঞা ব্যবহার নেই?
ক. বর্তমান √খ. অতীত
গ. ভবিষ্যৎ ঘ. ঘটমান অতীত
২৩. ‘আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা।’- এখানে ‘আমারে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য খ. কর্মকারকে শূন্য
√গ. কর্মকারকে ২য়া ঘ. করণ কারকে ৬ষ্ঠী
২৪. ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’- এখানে ‘গোঁফে’ কোন কারকের কোন বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি
খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
√গ. করণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ. অধিকরণে সপ্তমী বিভক্তি
২৫. ‘খিলিপান দিয়ে ওষুধ খাবে।’- ‘খিলিপান দিয়ে’ কোন কারকে কোন বিভক্তি?
√ক. অধিকরণে ৩য়া খ. কর্তায় ৩য়া
গ. কর্মে ৩য়া ঘ. করণে ৩য়া
২৬. তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. বাহুল্য দোষ খ. দুর্বোধ্যতা
√গ. গুরুচণ্ডালী দোষ ঘ. কোনোটিই নয়
২৭. গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার √খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৮. কোনটি ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ?
ক. সন্ধ্যায় সূর্য আ যায়
খ. আমি রোজ সকালে বেড়াতে যাই
√গ. বাবরের মৃত্যুর পর হুমায়ূন দিল্লির সিংহাসনে আহরোণ করেন
ঘ. চার আর তিনে সাত হয়
২৯. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে?
ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য
√গ. ভাববাচ্য ঘ. কর্তৃকর্মবাচ্য
৩০. তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।- এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেযেছে?
ক. বিরক্তি √খ. বিড়ম্বনা
গ. ক্ষোভ ঘ. ঘৃণা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সাধন সরকার
শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
অর্থনৈতিক নির্দেশকগুলো ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
বহুনির্বাচনি প্রস্তুতি
১. মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য কোন ধরনের দ্রব্য গণনা করা হয়?
ক. উৎপাদিত খ. প্রাথমিক
গ. চূড়ান্ত ঘ. মধ্যবর্তী
২. মাথাপিছু আয় কয়টি পৃথক মান দিয়ে নির্ধারিত হয়?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
৩. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০
৪. কোন ধরনের দেশে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূলে থাকে?
ক. অনুন্নত দেশে খ. উন্নত দেশে
গ. উন্নয়নশীল দেশে ঘ. স্বল্পোন্নত দেশে
৫. সম্পদ বলতে বোঝায়-
i. মানব সম্পদকে ii. কৃত্রিম সম্পদকে
iii. প্রাকৃতিক সম্পদকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. সামাজিক অবকাঠামোগত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক. বেকারত্ব খ. নিরক্ষরতা
গ. জনসংখ্যা সমস্যা ঘ. দারিদ্র্য
৭. বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে?
ক. নির্মাণ খাত খ. শিক্ষা খাত
গ. কৃষি খাত ঘ. শিল্প খাত
৮. কৃষি উন্নয়নের জন্য বড় উপাদান কোনটি?
ক. সহজ ও সুলভ কৃষিঋণ খ. বর্গাচাষি
গ. উন্নত যোগাযোগ ব্যবস্থা ঘ. লাঙল
৯. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য-
i. তৈরি পোশাক ii. চিংড়ি iii. চামড়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. কোন ধরনের দেশে মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে?
ক. উন্নত খ. উন্নয়নশীল গ. স্বল্পোন্নত ঘ. অনুন্নত
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
আমেনা যে দেশের নাগরিক সেখানে মাথাপিছু আয় ৫% হারে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে দ্রব্যমূল্যও ৫% বৃদ্ধি পেয়েছে।
১১. আমেনা যে দেশের নাগরিক সেখানকার জনগণের ক্ষেত্রে কী বৃদ্ধি পেয়েছে?
ক. ক্রয়ক্ষমতা খ. আর্থিক আয়
গ. মাথাপিছু আয় ঘ. প্রকৃত আয়
১২. উক্ত দেশের ক্ষেত্রে-
ক. জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে
খ. অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে
গ. প্রকৃত আয় বাড়েনি
ঘ. ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে
১৩. কোন দেশে শ্রমিক তার ন্যায্য মজুরি পায়?
ক. অনুন্নত খ. উন্নয়নশীল গ. স্বল্পোন্নত ঘ. উন্নত
১৪. কোনটি জাতীয় আয়ের পরিবর্তনের হার?
ক. শতকরা হিসাব খ. স্থূল আয়
গ. মোট আয় ঘ. প্রবৃদ্ধি
১৫. একটি দেশের মাথাপিছু আয়ের সঙ্গে সম্পর্কিত-
i. মোট জনসংখ্যা
ii. মোট জাতীয় আয়
iii. মোট জাতীয় উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬. কৃষিক্ষেত্রের উন্নয়নে একটা বড় বাধা কোনটি?
ক. প্রাকৃতিক দুর্যোগ খ. ঔপনিবেশিক শাসন
গ. অর্থনৈতিক অনগ্রসরতা ঘ. অবকাঠামোগত দুর্বলতা
১৭. উন্নয়নশীল দেশে পরিকল্পনার ভিত্তিতে কী পরিচালিত হয়?
ক. শিক্ষা খ. অর্থনীতি গ. প্রযুক্তি ঘ. রাজনীতি
১৮. বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে আছে-
i. কর্মক্ষেত্রে
ii. শিক্ষাগ্রহণের ক্ষেত্রে
iii. পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
২০২০ সালে ‘ক’ দেশের মোট জাতীয় আয় ছিল ৩২,০০০ কোটি মার্কিন ডলার। মোট জনসংখ্যা ছিল ৫ কোটি।
১৯. ২০২০ সালে ‘ক’ দেশটির জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?
ক. ৫৯০০ খ. ৬২০০ গ. ৬৪০০ ঘ. ৬৬০০
২০. উক্ত দেশটি মাথাপিছু আয়ের দিক দিয়ে কোন পর্যায়ে পড়ে?
ক. উচ্চ মধ্য আয়ের দেশ খ. উচ্চ আয়ের দেশ
গ. নিম্ন মধ্য আয়ের দেশ ঘ. নিম্ন আয়ের দেশ
২১. উন্নয়নের মাত্রার ওপর ভিত্তি করে বিশ্বের দেশগুলোকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২২. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি?
ক. মাথাপিছু আয় খ. জিএনপি
গ. জিডিপি ঘ. মোট মুনাফা
২৩. বাণিজ্যের কয়টি দিক রয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৪. উন্নয়ন বলতে বোঝায়-
i. সার্বিক মানোন্নয়ন
ii. অন্তর্নিহিত শক্তির বিকাশ সাধন
iii. উৎকর্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. জাতীয় আয়ের প্রবৃদ্ধির হারকে কী বলে?
ক. প্রবৃদ্ধির হার খ. মুনাফার হার
গ. মাথাপিছু হার ঘ. ক্রয়ক্ষমতার হার
উত্তর: ১.গ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.ক ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.ক।
