Logo
Logo
×

টিউটোরিয়াল

পরীক্ষার আগের রাতে শুধুই রিভিশন

Icon

কর্নেল মো. শামসুল আলম পিএসসি (অব.), অধ্যক্ষ, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ, ঢাকা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুপ্রিয় পরীক্ষার্থীরা,

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অত্যাসন্ন। এখন নিশ্চয়ই তোমরা রিভিশন দেওয়া শুরু করেছ। পরীক্ষার রুটিন দেখে কবে কোন বিষয়ের রিভিশন দিবে তা দ্রুত ঠিক করে নাও। পুরো বছরজুড়ে অনেক পড়েছ, তাই পরীক্ষার আগের রাতে কম পড়লেও সমস্যা হবে না। শুধু পরীক্ষার আগের রাতে পড়েই ভালো পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তৈরি হবে বলে আমি মনে করি না। পরীক্ষার আগের রাতে শুধু পৃষ্ঠা উলটিয়ে পড়াগুলো রিভিশন দেবে। যাতে কী কী পড়েছ সেগুলো মস্তিষ্ককে স্মরণ করিয়ে দেওয়া হয়। পরীক্ষার আগের রাতে ও পরীক্ষা চলাকালীন দিনগুলোতে খাবার-দাবারের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পরামর্শ দেব। যাতে শান্ত মনে পরীক্ষার হলে পৌঁছাতে পার, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পার। অভিভাবকরা লক্ষ্য রাখবেন, পরীক্ষার্থী যেন সুস্থভাবে পরীক্ষার হলে যেতে পারে।

পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। তা হলো- আমি প্রবেশপত্র নিলাম কিনা, প্রয়োজনীয় কলম-পেন্সিল, রাবার, এছাড়া আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আগের রাতে ঠিকঠাক করে রাখা। যাতে পরীক্ষার দিন সকাল বেলা কোনো ধরনের তাড়াহুড়া করা না লাগে। যারা ঢাকা শহরে থাক তাদেরকে একটি বিষয় খেয়াল রাখা বাঞ্ছনীয়, সেটা হলো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে, যেন পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম