Logo
Logo
×

টিউটোরিয়াল

বিজ্ঞান : সর্বোচ্চ নম্বর পাওয়ার ৫ টিপস

Icon

মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. পাঠ্যবইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়ার আবশ্যকতা :

* পুরো বই কভার : বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় থেকেই কম-বেশি প্রশ্ন আসে। তাই কোনো অধ্যায় বাদ না দিয়ে সম্পূর্ণ পাঠ্যবই গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

* মূল ধারণা ও সংজ্ঞা : প্রতিটি অধ্যায়ের মূল বৈজ্ঞানিক ধারণা, সংজ্ঞা, সূত্র ও নীতিগুলো মুখস্থ না করে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে।

২. সৃজনশীল প্রশ্নের জন্য বিশেষ প্রস্তুতি :

* বিশ্লেষণ ও প্রয়োগ : সৃজনশীল প্রশ্নের জন্য উচ্চতর দক্ষতা ও প্রয়োগমূলক অংশগুলোতে জোর দিতে হবে। কোনো ধারণা কীভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হয় বা এর কারণ কী, তা বোঝার চেষ্টা করতে হবে।

* ধাপে ধাপে উত্তর : সৃজনশীল প্রশ্নের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা) উত্তর লেখার সময় ধাপে ধাপে এবং সুসংগঠিতভাবে লিখতে হবে।

* ডায়াগ্রাম ও চিত্র : জীববিজ্ঞানে অঙ্গ-প্রত্যঙ্গ, প্রাণী ও উদ্ভিদের চিত্র এবং পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োজনীয় ডায়াগ্রাম এঁকে তা লেবেলিং করার অভ্যাস করতে হবে। এটি উত্তরে বাড়তি আকর্ষণ তৈরি করে এবং ভালো নম্বর পেতে সাহায্য করে।

৩. সংক্ষিপ্ত-উত্তর ও MCQ-এর জন্য প্রস্তুতি :

* নোট তৈরি : প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য, সংজ্ঞা, বৈজ্ঞানিক নাম, আবিষ্কারকের নাম, সূত্র ও প্রয়োজনীয় সালগুলোর সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে।

* অনুশীলন : বইয়ের ভেতরে থাকা সব অনুশীলনী ও কাজগুলো মনোযোগ দিয়ে সমাধান করতে হবে। MCQ ও সংক্ষিপ্ত উত্তর দ্রুত সমাধানের জন্য বারবার অনুশীলন করতে হবে।

৪. নিয়মিত মডেল টেস্ট ও রিভিশন :

* সময় ব্যবস্থাপনা : ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে ৫০ নম্বরের উত্তর দেওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি। ঘড়ি ধরে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে।

* দুর্বলতা চিহ্নিতকরণ : পরীক্ষা শেষে নিজের উত্তরপত্রের ভুল-ত্রুটিগুলোর চুলচেড়া বিশ্লেষণ ও সঠিক মূল্যায়ন করে দুর্বল

অংশগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলোতে বেশি সময় দিয়ে রিভিশন করতে হবে।

* পূর্ববর্তী বছরের প্রশ্ন : বিগত বছরের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে হবে। এতে প্রশ্নের ধরন ও কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

৫. অন্যান্য টিপস :

* পরিষ্কার-পরিচ্ছন্নতা : উত্তরপত্রে প্রতিটি পৃষ্ঠার চারদিকে প্রয়োজনীয় মার্জিন টেনে পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে লিখতে হবে। হাতের লেখা সুন্দর হলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হয়।

* গণিত অংশে মনোযোগ : বিজ্ঞানের যে অংশগুলোতে (যেমন : পদার্থবিজ্ঞান) গাণিতিক সমস্যা থাকে, সেগুলোর সূত্র প্রয়োগ ও সমাধান করার অভ্যাস রপ্ত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম