ইংরেজিতে যেভাবে ভালো নম্বর পাবে
হাসান মঞ্জুর হিলালী, সিনিয়র শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা,
শুভেচ্ছা নিও। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের এ বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষার এ সময়টিতে সব সময় শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। আবার অতিরিক্ত মানসিক চাপে থেকে অসুস্থ হয়ে গেলেও তোমার প্রস্তুতির ষোল আনাই বিফলে যাবে। তাই পরীক্ষাকে অত্যন্ত স্বাভাবিক ভাবে নিয়ে যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। কঠিন বিষয়ে পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন সহজ বিষয় নিয়ে বসবে। তাহলে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হবে। পরীক্ষার হলে বসার পর প্রশ্নপত্র পাওয়ার আগ মুহূর্তে মনে হবে কিছুই মনে নেই। কিন্তু তোমাকে দৃঢ়ভাবে আশ্বস্ত করছি যে, প্রশ্নপত্র পাওয়ার পর একে একে সব উত্তরই তোমার মনে পড়ে যাবে। তখন সবচেয়ে সহজ প্রশ্নটি দিয়ে উত্তর করা শুরু করবে। এভাবে পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পাবে ইনশাআল্লাহ। ইংরেজিতে ভালো করার জন্য তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো-
* অধিকাংশ শিক্ষার্থী সারা বছর Grammar, Fill in the gaps, Table ইত্যাদি বেশি বেশি চর্চা করে থাকে। যার ফলে অনেক সময় Composition Part টি উপেক্ষিত থেকে যায়। অথচ এখানে উল্লেখযোগ্য নম্বর বরাদ্দ থাকে। তাই গ্রামার ও শূন্যস্থানের পাশাপাশি বর্ণনামূলক অংশটিও সমান গুরুত্ব দিয়ে নিয়মিত পড়তে হবে। বিষয়বস্তুর ওপর পরিষ্কার ধারণা রাখতে হবে এবং প্রচুর লেখার অভ্যাস করতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর কত পৃষ্ঠা লিখলে নিজের লেখায় কত শব্দ হবে (যেমন, ১০০, ১৪০, ২৫০ শব্দ) তা সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠবে।
* খাতার মার্জিন ও ছক করার জন্য পেনসিল ব্যবহার করবে। হাতের লেখা অস্পষ্ট হলে দু’লাইনের মাঝে যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে। কখনো ওভার রাইটিং করবে না। কোনো কিছু ভুল হলে একটানে কেটে ডান পাশে বা উপরে লিখবে।
* Choose the correct answer-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি খাতায় তুলে দিতে হবে। যেমন- 1. (a) (iv) vertically.
* Short question এর ক্ষেত্রে যে Tense এ প্রশ্ন থাকবে সেই Tense এ উত্তর দিবে।
* Summary যেন খুব বেশি বড় না হয় (৯০-১০০ শব্দ) অর্থাৎ স্বাভাবিক লেখায় এক পৃষ্ঠার বেশি না হওয়াই বাঞ্ছনীয় এবং টেক্সট থেকে হুবহু কোনো বাক্য তুলে দেওয়া যাবে না।
* শূন্যস্থানের শব্দগুলো পর পর উপর নিচে লিখবে।
* Synonym and antonym-এর ক্ষেত্রে প্রচুর Vocabulary চর্চা করতে হবে। পাঠ্য বইটি ভালো করে তন্ন তন্ন করে পড়তে হবে।
* English Literature অংশে কবিতাগুলোর মূলভাব ভালো করে বুঝে পড়তে হবে এবং সহজ ভাষায় লিখতে হবে।
* Changing sentence এ প্রয়োজনমতো Note of Interrogation (?) ও Note of Exclamation (!) দিতে ভুলবে না।
* Matching-এর ক্ষেত্রে পুরো বাক্যটি তুলে দিতে হবে। যেমন- (a+iv) Alfred Nobel invented dynamite.
* Composition writing এ ভালো করতে হলে অবশ্যই প্রচুর পড়তে হবে। মনে রাখতে হবে, একজন ভালো লেখক হতে হলে সর্বপ্রথম তাকে ভালো পাঠক হতে হয়।
* Story writing এ প্রশ্নে উল্লিখিত অংশটুকু অন্য কালি (নীল) দিয়ে লিখবে এবং সঠিক Title লিখবে। গল্পে শিক্ষনীয় কিছু থাকলে শেষে Moral: লিখে এক বাক্যে লিখে দিবে।
* Formal letter British অথবা American যে কোনো একটি style এ লিখতে হবে।
* E-mail writing এ অবশ্যই সঠিকভাবে প্রাপকের E-mail address লিখতে হবে এবং বক্তব্য হতে হবে সংক্ষিপ্ত।
* Dialogue হতে হবে প্রাণবন্ত ও কথ্যরীতিতে এবং বিভিন্ন শব্দের Short form ব্যবহার করতে হবে।
