ফিন্যান্স ও ব্যাংকিং ভালো ফল পেতে হলে
রাশিদা ইয়াসমিন
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল খিলগাঁও, ঢাকা
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা
পরীক্ষা তোমাদের দরজায় কড়া নাড়ছে। তাই নষ্ট করার মতো সময় তোমাদর আর নেই। ধর্য সহকারে প্রতিদিন টেবিলের সঙ্গে সখ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাও। আজ তোমাদের, যারা ফিন্যান্স ও ব্যাংকিং পড়ছ তাদের জন্য এ বিষয় সংক্রান্ত কিছু চুম্বক কথা উপস্থাপন করছি। যাতে তোমরা পড়ে উপকৃত হতে পার।
আগে দেখ, ফিন্যান্স ও ব্যাংকিংয়ের Marks Distribution
ক বিভাগ ফিন্যান্স ৬টি প্রশ্নে
খ বিভাগ ব্যাংকিং ৫টি প্রশ্ন
এই দুটি বিভাগ থেকে ন্যূনতম ৩টি করে প্রশ্নেসহ মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে হচ্ছে ক’বিভাগে alternative বেশি। তাই ফিন্যান্স অংশ থেকে ৪টি ও ব্যাংকিং অংশ থেকে ৩টি প্রশ্নের Answer করলে তোমাদের জন্য Wise হবে। ফিন্যান্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো Math term আছে সেগুলো বেছে বেছে Answer করলে ভালো নম্বর আশা করা যায়। অধ্যায়গুলো (Math সংশ্লিষ্ট)
৩য় অধ্যায় - অর্থের সময়মূল্য
৫ম অধ্যায় - মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন
৬ষ্ঠ অধ্যায় - মূলধন ব্যয়।
এই তিন অধ্যায়ের প্রশ্ন বেশি বেশি Practice করবে। এবং প্রশ্নের Answer করার চেষ্টা করবে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নে ‘ক’ নম্বর প্রশ্নটি প্রাসঙ্গিক উত্তর না এলে নম্বর শূন্য দেয়া হয়। এ কথাটি মনে রেখে Main বই বা Text বুকের রিডিং খুব মনোযোগ সহকারে করতে হবে, কোনো কোনো বিষয় লিখে লিখে শিখতে হবে। অন্য প্রশ্নগুলোর উত্তর করতে গিয়ে বেশি বেশি অপ্রাসঙ্গিক লেখা যেন না হয়ে যায়। সৃজনশীল জগতে প্রাসঙ্গিক উত্তরই শ্রেয়। তবে যতটুকু না লিখলে নয় ততটুকুই লিখবে। তাড়াহুড়া করতে গিয়ে কোনো প্রশ্ন ছেড়ে আসছ কিনা তা চেক করে দেখবে। মাথা ঠাণ্ড রেখে পরম করুণাময়ের সহায়তা কামনায় রেখে পরীক্ষার হলে যাবে। বড় প্রশ্নের উত্তর করার আগেই তোমাদের গঈছ ৩০ নম্বরের শেষ করতে হবে। প্রশ্ন ভালো করে না পড়ে বৃত্তভরাট করবে না। যেগুলো ভালো জানা আছে সেগুলো আগে ভরাট করো বাকিগুলো চিন্তা-ভাবনা করে কোনটি সঠিক খুঁজে বের করবে আর Answer করবে। আজ এ পর্যন্তই। তোমাদের সবার জন্য দোয়া ও শুভ কামনায়- আল্লাহ হাফেজ।
