Logo
Logo
×

টিউটোরিয়াল

শেষ সময়ের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ

Icon

কর্নেল নুরন্ নবী (অব.)

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ

মাইলস্টোন কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজ

সুপ্রিয় পরীক্ষার্থীরা শুভেচ্ছা নিও,

তোমাদের পরীক্ষার হাতেগোনা আর কিছুদিন বাকি। শেষ সময়ের প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি পড়বে। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করতে হবে। মডেল টেস্টের নামে চারদিকে ছোটাছুটি না করে বাসায় বসে পড়াশোনা করলে সবচেয়ে বেশি ভালো হয়। রাস্তায় প্রচুর যানজট থাকায় শুধু সময়ের অপচয় হবে। এখন আর নতুন করে কিছু পড়ার সময় নেই। তাই আগের পড়াগুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে। তবে বেশি রাত জেগে পড়াশোনা করা উচিত নয়। পরীক্ষায় ভালো ফলাফল করার প্রথম শর্ত হচ্ছে পরীক্ষার্থীকে সুস্থ থাকতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত খাওয়া-দাওয়া করতে হবে। অভিভাবকদের দিক থেকে সন্তানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। পরীক্ষার হলে যাওয়ার আগে প্রয়োজনীয় সবকিছু নেয়া হয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। পরীক্ষার্থীর সঙ্গে বিশুদ্ধ খাবার পানি দেয়া উচিত। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

ধীরস্থিরভাবে পরীক্ষা দেবে। এডমিট কার্ড পাওয়ার পর একটা ফটকপি করে রাখবে। হারিয়ে গেলেও যেন পরীক্ষার সময় হয়রানি হতে না হয়। অভিভাবকরা পরীক্ষার সময় শিক্ষার্থীকে চিন্তামুক্ত রাখবেন।

পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হওয়া চলবে না, আত্মবিশ্বাস রাখতে হবে। হাতের লেখার প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। একেকটি পৃষ্ঠায় যেন ১২-১৫টি লাইনের বেশি বা কম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সবাই সুস্থ থাক এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জন কর এ কামনা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম