বাংলা দ্বিতীয় পত্র : অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে ভাষাগত সৌকর্য গুরুত্বপূর্ণ
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা,
তোমরা একবারেই পরীক্ষার দ্বারপ্রান্তে। তোমরা নিশ্চয়ই পরীক্ষা নিয়ে চিন্তিত, উৎকণ্ঠিত। পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করে নিজের ওপর আস্থা হারিয়ে ফেল না। নিজের প্রস্তুতির ওপর বিশ্বাস রাখবে। সাফল্য আপনি এসে ধরা দেবে।
তোমাদের জন্য এবার বাংলা দ্বিতীয়পত্র নিয়ে বিশেষ কিছু কথা... এখানে ২টি বিভাগে ভাগ করে প্রশ্ন প্রণয়ন করা হবে। ক-বিভাগ- রচনামূলক অংশ-৭০ ও খ-বিভাগ- ব্যাকরণ অংশ (বহুনির্বাচনী) -৩০।
রচনামূলক অংশের মানবণ্টন হবে নিন্মরূপ :
ক) অনুচ্ছেদ রচনা : (২টি থেকে ১টি) মান-১০। খ) পত্র/ দরখাস্ত/ মানপত্র/ পত্রিকায় প্রকাশের চিঠি : (২টি থেকে ১টি) মান-১০। গ) সারাংশ ও সারমর্ম : (২টি থেকে ১টি) মান-১০। ঘ) ভাবসম্প্রসারণ : (২টি থেকে ১টি) মান-১০। ঙ) প্রতিবেদন প্রণয়ন : (২টি থেকে ১টি) মান-১০। চ) প্রবন্ধ/রচনা : (৩টি থেকে ১টি) মান-২০।
অনুচ্ছেদ রচনার ক্ষেত্রে ভাষাগত সৌকর্যকে গুরুত্ব দিতে হবে। অনুচ্ছেদ যদি ভাবমূলক হয় তা হলে ভাষায় অলঙ্কার, উপমা ব্যবহার করে সাহিত্যিকভাব সৃষ্টি করতে হবে। তথ্যমূলক অনুচ্ছেদে প্রচুর তথ্যের সমাগম ঘটানো কাম্য। পত্র লিখনে প্রচলিত নিয়ম মেনে চলতে হবে। আবেদনপত্রের ক্ষেত্রে আমেরিকান স্টাইল অনুসরণ করলে ভালো হয়। মানপত্র লিখতে হলে তোমার ভাষার দক্ষতা ও শব্দচয়ন দক্ষতা নিখুঁত হতে হবে। শব্দ ব্যবহারে পটু না হলে মানপত্র না লেখাই ভালো। সারাংশ বা সারমর্ম লিখনে মূল কথাটি যত অল্প বাক্যে লেখা যায় ততই ভালো। এ ক্ষেত্রে অতিরিক্ত শব্দচয়ন না করাই উচিত। উপমা, উদাহারণ এখানে দেয়ার কোনো সুযোগ নেই। ভাবসম্প্রসারণ লেখার ক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমে বাক্যটিকে ভালো করে বুঝে নিয়ে একটি মূলভাব তৈরি করে নিতে হবে। দ্বিতীয় অনুচ্ছেদে ভাবটিকে যুক্তি-তর্ক, উদাহরণ দিয়ে ফুটিয়ে তুলতে হবে। সবশেষে একটি উপসংহার টানতে হবে। প্রতিবেদনের দুটি অংশ যথাযথভাবে লিখতে হবে। মূল প্রতিবেদনে তথ্য উপস্থাপন জরুরি। এর কভার লেটারে স্বারক নং উল্লেখ করতে হবে। প্রবন্ধ লেখা নিয়ে কিছু কথা না বললেই নয়। প্রবন্ধ লেখায় তথ্য ও মনীসীদের উক্তি বেশি করে ব্যবহার করবে। পয়েন্ট যত বেশি দেয়া যায় তত ভালো। পয়েন্টের অন্তর্গত সাফ-পয়েন্ট ব্যবহার করার চেষ্টা করবে। রচনা বা প্রবন্ধের লেখাগুলো হবে সুচিন্তিত ও ধারাবাহিক। একই কথার পুনরাবৃত্তি করবে না।
রচনামূলক এ অংশে হাতের লেখার প্রতি যত্নশীল হতে হবে। উত্তরপত্রে কাটাকাটি করবে না। উত্তরপত্রটি পরিচ্ছন্ন ও গোছানো হওয়া জরুরি।
বহুনির্বাচনী অংশে ব্যাকরণ এবং নির্মিতি অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ-প্রবচন থেকে ৩০টি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর করতে হবে। মান-৩০।
