Logo
Logo
×

টিউটোরিয়াল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখে নাও মান বণ্টন

Icon

ছায়েদ আহম্মদ মজুমদার

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষক, রাজউক উত্তর মডেল কলেজ

পরীক্ষার্থী বন্ধুরা,

তোমাদের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ভালো করার কিছু টিপস দেয়া হল। ভালো মানুষ হওয়ার জন্য এ প্রত্যয় নিয়ে প্রযুক্তিকে যথাযথ ব্যবহার ও ভালো পড়ালেখা করলে ভালো ফলাফল সম্ভব।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মান বণ্টন নিন্মে দেয়া হল :

১. বহুনির্বাচনী প্রশ্ন ২৫ নম্বর

২. ব্যবহারিক প্রশ্ন ২৫ নম্বর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান ০১ । ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, ২৫টির মান হচ্ছে ২৫। বহুনির্বাচনী প্রশ্নের উত্তরের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে পড়বে এবং উত্তরটি নির্ধারণ করবে। কারণ প্রশ্ন বুঝতে ব্যর্থ হলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করতে না পারলে সেটি নিয়ে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। শেষে সময় পেলে ফেলে আসা প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে।

ব্যবহারিক অংশে যন্ত্র/উপকরণ সংযোজন ও ব্যবহার/প্রক্রিয়া অনুসরণ/উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ/অঙ্কন/পর্যবেক্ষণ/ শনাক্তকরণ/ অনুশীলন এ ১৫ নম্বর , প্রতিবেদন প্রণয়ন : ০৫ নম্বর, মৌখিক অভীক্ষা : ০৫ নম্বর।

এ বিষয়ে পরীক্ষার সব অংশের জন্য বোর্ডবই ভালোভাবে পড়তে হবে। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর বোর্ড বইয়ে যেভাবে দেয়া থাকবে, সেভাবেই উত্তর লিখতে হবে। বোর্ড বইয়ের বাইরের কিছু না লেখাই ভালো। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সরাসরি বইয়ে পাওয়া যায়, কিন্তু অন্য তিন ধরনের প্রশ্নের উত্তর বইয়ে নাও থাকতে পারে। বাস্তব জ্ঞান ও উপস্থিত বুদ্ধি থাকতে হবে। তোমরা বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষকের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারো। দেখবে, তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে এবং কাক্সিক্ষত ফলাফল অর্জনে সক্ষম হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাক সেই দোয়া করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম