Logo
Logo
×

টিউটোরিয়াল

বাংলাদেশ ও বিশ্বপরিচয় সৃজনশীল মডেল টেস্ট

Icon

মো. সিদ্দিকুর রহমান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা

(সৃজনশীল + বহুনির্বাচনী অভীক্ষা)

সময়- ৩ ঘণ্টা পূর্ণমান- ৭০+৩০=১০০

সৃজনশীল মান : ৭০

[দৃষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]

১। জমির আলী তার নাতির সঙ্গে গল্প করতে গিয়ে বলেন যে, এ দেশে তাদের জমিদারি থাকলেও বিদেশি একটি শাসক গোষ্ঠীকে ভূমি রাজস্ব প্রদান করতে হতো এবং ওই গোষ্ঠী তৎকালীন জমিদারি ব্যবস্থার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।

ক. ভারত শাসন আইন পাস হয় কোন সালে? ১

খ. দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ২

গ. জমির আলী কোন বিদেশি শক্তির শাসন ব্যবস্থার কথা বলেছেন? ব্যাখ্যা কর। ৩

ঘ. “শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে উক্ত শাসক শ্রেণির অবদান অনস্বীকার্য।”- উক্তিটির পক্ষে যুক্তি উপস্থাপন কর। ৪

২। স্বল্প শিক্ষিত মাসুদ কারিগরি প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্যে চলে যায়। দীর্ঘদিন পর দেশে ফিরে সে একটা শিল্প কারখানা গড়ে তোলে।

ক. ঘেচ এর পূর্ণরূপ কী? ১

খ. রেমিটেন্স বলতে কী বোঝায়? ২

গ. মাসুদ কোন উপায়ে দক্ষ মানবসম্পদে পরিণত হল? ব্যাখ্যা কর। ৩

ঘ. “মাসুদের কর্মকাণ্ড দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে”- বিশ্লেষণ কর। ৪

৩। পাহাড়ের নিচে ঘর বেঁধে আরও অনেকের সঙ্গে বসবাস করত সুরুজ মিয়া। গত বর্ষায় পাহাড়ের মাটি নরম হয়ে ভেঙে পড়ে। সুরুজ মিয়া কোনোমতে বেঁচে গেলেও অনেকের প্রাণহানি ঘটে।

ক. ‘সুনামি’ শব্দটি মূলত কোন ভাষার শব্দ? ১

খ. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বোঝায়? ২

গ. উদ্দীপকে কোন প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩

ঘ. “উদ্দীপকে বর্ণিত দুর্যোগের ক্ষয়ক্ষতির জন্য সুরুজ মিয়াদের অসচেতনতাই দায়ী”- মূল্যায়ন কর। ৪

৪। সাথী এমন একটি শিল্পকারখানায় কাজ করে যেটির যাত্রা শুরু হয় আশির দশকে। স্বল্প সময়ে এ শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক গতি সঞ্চার করেছে।

ক. বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গ কিলোমিটার? ১

খ. জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? ২

গ. সাথী কোন শিল্পে কাজ করে? ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটি বিশ্লেষণ কর। ৪

৫। ‘ক’ দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি প্রদেশের জনগণ শাসন-শোষণে অতীষ্ঠ হয়ে পড়ে। উক্ত প্রদেশের একজন প্রভাবশালী নেতা জনগণের উদ্দেশ্যে প্রত্যেককে নিজ দেশের স্বাধীনতার জন্য ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বলেন এবং নতুন দেশের নামকরণও চূড়ান্ত করেন।

ক. কোন তারিখে ডাকসু নেতারা বাংলাদেশের মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? ১

খ. অপারেশন সার্চলাইট বলতে কী বোঝায়? ২

গ. উদ্দীপকে বর্ণিত প্রভাবশালী রাজনৈতিক নেতার বক্তৃতা ঐতিহাসিক কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩

ঘ. “উক্ত ঘটনা একটি নতুন রাষ্ট্রের স্বাধীনতার পথ ত্বরান্বিত করে।”- মতামত দাও। ৪

৬। রাসেল পড়াশোনা শেষে চাকরি আশায় বিভিন্ন জায়গায় চেষ্টা করে ব্যর্থ হয়। চাকরি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় শুধু রাসেল নয় তার মতো আরও অনেকেরই বর্তমানে এ করুণ অবস্থা। ১

ক. বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে কত জন লোক বাস করে? ২

খ. কমিউনিটিভিত্তিক পরিবার-পরিকল্পনা প্রকল্পের কার্যক্রম ব্যাখ্যা কর। ৩

গ. রাসেলের মতো তরুণদের এ ধরনের পরিণতির জন্য কোন কারণটি দায়ী? ব্যাখ্যা কর। ৪

ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যাটি সমাধানে সরকারি ও বেসরকারি উদ্যোগ সমান গুরুত্বপূর্ণ - বিশ্লেষণ কর।

৭।

সংস্থা সদস্য সংখ্যা সদর দফতর

অ ২৮ ব্রাসেলস

আ ৫৭ জেদ্দা

ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? ১

খ. ‘ভেটো ক্ষমতা’ বলতে কী বোঝায়? ২

গ. ‘অ’ দ্বারা কোন সংস্থাকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। ৩

ঘ. ‘আ’ সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর। ৪

৮। অষ্টম শ্রেণির শিক্ষার্থী ‘ক’ স্কুলে না গিয়ে খারাপ ছেলেদের সাথে মিশে প্রথমে ধূমপান, পরে মাদক সেবন শুরু করে। এক পর্যায়ে লেখাপড়াই বন্ধ করে দেয়।

ক. বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত? ১

খ. মাদকাসক্তি রোধে নৈতিক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা কর। ২

গ. ‘ক’ এর এ ধরনের পরিণতির জন্য কিশোর অপরাধের কোন কারণটি দায়ী? ব্যাখ্যা কর। ৩

ঘ. ‘ক’ কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অভিভাবকের সচেতনতাই কি একমাত্র উপায়? মতামত দাও। ৪

৯। ময়মনসিংহের বাসিন্দা শাহেদা তার বাবা-মায়ের সাথে গত বছর দক্ষিণ-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। সেখানে সে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং রক্ষণশীল একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেখা পায়।

ক. সাঁওতাল বিদ্রোহ কখন হয়? ১

খ. “সাংগ্রাই উৎসব”- ব্যাখ্যা কর। ২

গ. শাহেদার দেখা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা কর। ৩

ঘ. শাহেদার এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাথে তার দেখা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যকার ধর্মীয় জীবনের পার্থক্য বিশ্লেষণ কর। ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম