Logo
Logo
×

টিউটোরিয়াল

বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১। যে দেশটি কখনও উপনিবেশ ছিল না-

ক) মিয়ানমার খ) মালয়েশিয়া

গ) লাওস ঘ) থাইল্যান্ড

২। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?

ক) ১৯৮০ খ) ১৯৮৩

গ) ১৯৮১ ঘ) ১৯৮২

৩। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

ক) রাশিয়া খ) বাংলাদেশ

গ) ভারত ঘ) চীন

৪। জাপানের আইনসভার নাম কী?

ক) নেসেট খ) ডায়েট

গ) সোগডু ঘ) লয়া জিরগা

৫। ‘উইঘুর’ নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের?

ক) চীন খ) মিয়ানমার

গ) মঙ্গোলিয়া ঘ) কঙ্গো

৬। এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?

ক) জার্মানি খ) সুইজারল্যান্ড

গ) ফ্রান্স ঘ) অস্ট্রিয়া

৭। ‘A Long Walk to Freedom’ কার রচিত গ্রন্থ?

ক) মহাত্মা গান্ধী খ) জওহরলাল নেহেরু

গ) নেলসন ম্যান্ডেলা

ঘ) মুহম্মদ আলী জিন্নাহ

৮। ‘ফেয়ারফ্যাক্স’ কী?

ক) সংবাদসংস্থা খ) গোয়েন্দা সংস্থা

গ) মহাকাশ সংস্থা ঘ) সাহিত্য সভা

৯। বাংলাদেশকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?

ক) ভারত খ) ভুটান

গ) পাকিস্তান ঘ) সেনেগাল

১০। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?

ক) জিম্বাবুয়ে খ) ভেনিজুয়েলা

গ) দক্ষিণ সুদান ঘ) সিরিয়া

১১। ক্যাটালন কোন দেশের ভাষা?

ক) স্পেন খ) ফ্রান্স

গ) বেলজিয়াম ঘ) ব্রাজিল

১২। হাজার হ্রদের দেশ কোনটি?

ক) নরওয়ে খ) ইন্দোনেশিয়া

গ) রাশিয়া ঘ) ফিনল্যান্ড

১৩। ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা?

ক) ভারত-চীন খ) বাংলাদেশ ও ভারত

গ) ভারত-পাকিস্তান ঘ) পাকিস্তান ও আফগানিস্তান

১৪। কোন প্রণালি ইউরোপ হতে আফ্রিকাকে পৃথক করেছে?

ক) বেরিং খ) সুয়েজ

গ) পানামা ঘ) জিব্রাল্টার

১৫। বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা কোন দেশ?

ক) ইরান খ) ভারত

গ) যুক্তরাষ্ট্র ঘ) চীন

১৬। নিচের কোনটি নগররাষ্ট্র?

ক) পানামা খ) কোস্টারিকা

গ) মালদ্বীপ ঘ) সিঙ্গাপুর

১৭। ২০১৭ সালে শান্তিতে নোবেলজয়ী সংগঠন -?

ক) জাতিসংঘ খ) রেডক্রস

গ) ICAN ঘ) WHO

১৮। ককেশাস অঞ্চলের দেশের সংখ্যা কয়টি?

ক) ৩ খ) ৬ গ) ৫ ঘ) ৭

১৯। ‘বলশেভিক বিপ্লব’-এর স্থায়িত্ব কতদিন ছিল?

ক) ১০ খ) ২০ গ) ৪০ ঘ) ৬৯

২০। কোনটি ভূবেষ্টিত সাগর?

ক) বঙ্গোপসাগর খ) লোহিত সাগর

গ) পারস্য উপসাগর ঘ) কাস্পিয়ান সাগর

উত্তর : ১ঘ, ২ঘ, ৩ঘ, ৪খ, ৫ক, ৬ঘ, ৭গ, ৮খ, ৯ক, ১০খ, ১১ক, ১২ঘ, ১৩গ, ১৪ষ, ১৫ঘ, ১৬ঘ, ১৭গ, ১৮খ, ১৯ক, ২০ঘ,

গ্রন্থনা : তাওফিকুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম