Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষা ২০১৮

প্রস্তুতিমূলক বিশেষ সংখ্যা

হাতের সুন্দর লেখা পরীক্ষায় নম্বর বাড়ায়

Icon

এইচএম জারীফ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অধ্যক্ষ, থ্রি ফিঙ্গার্স হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট একাডেমি, উত্তরা

লেখার সময় যা কিছু খেয়াল রাখবে

১) লেখা যেন খুব ছোট ছোট বা খুব বড় বড় না হয় এ জন্য প্রতি পেজে লেখার সাইজ অনুযায়ী ১৫-১৬ লাইন লিখতে পার। ২) বর্ণ ঘন শব্দ ফাঁকা রাখবে। ৩) শব্দ থেকে শব্দের মাঝে ২-৩ বর্ণ সমপরিমাণ ফাঁকা দেবে ৪) এক লাইন থেকে অন্য লাইনের মাঝে অর্ধ ইঞ্চি অথবা ১ আঙুল ফাঁকা দেবে। ৫) প্যারা থেকে প্যারার মাঝে হাফ ইঞ্চি অথবা ১ লাইন সমপরিমাণ ফাঁকা দেবে। ৬) বায়ে ১ ইঞ্চি ও ওপরে দেড় ইঞ্চি মার্জিন রাখবে। ৭) ডানে ও নিচে কোনো মার্জিন থাকবে না, তবে অবশ্যই অর্ধ ইঞ্চি সমপরিমাণ ফাঁকা রাখতে চেষ্টা করবে। ৮) কাটাকাটি হিজিবিজি করে না কেটে একটান দিয়ে কেটে দাও। ৯) লেখার পর যদি ভুল বুঝতে পার তা হলে একটান দিয়ে কেটে ওপরে আবার শুদ্ধ করে লিখে দেবে। ১০) অনেকের হাত তুলনামূলক বেশি ঘামায় যার ফলে কলম পিচ্ছিল হয়ে যায়, এ কারণে তোমার হাতের লেখা সুন্দর ও দ্রুত হবে না। এমনকি তোমার ভিজা হাতের কারণে খাতা নষ্ট হতে পারে। এ ধরনের পরীক্ষার্থী বন্ধুরা ১টি শুকনো রুমাল রাখবে এবং রাবারযুক্ত কলম ব্যবহার করবে। ১১) কোনোভাবেই কলম খুব শক্ত করে ধরে লিখবে না তা হলে অল্প সময়ে তোমার হাত ব্যথা করবে। ১২) তুমি যা লিখতে যাচ্ছ সেটি যদি ভালো মুখস্থ বা জানা থাকে তা হলে তোমার লেখা অতি দ্রুত ও সুন্দর হবে। ১৩) অনেকের শেষের দিকের লেখা বেশি খারাপ হয়ে থাকে, সে ক্ষেত্রে সব পেজের লেখার মান যদি একই রকম রাখতে চাও, তবে তোমার হাতের লেখার স্পিড প্রতি মিনিটে কমপক্ষে ২০টি শব্দ হওয়া উচিত। ১৪) অতি দ্রুত বা অতি ধীরে না লিখে সঠিক স্পিড বজায় রাখবে। ১৫) অল্প লিখে অনেকে বেশি পেজ দেখাতে চাও, এটা মোটেই ঠিক নয়, তবে যারা এ অভ্যাস ত্যাগ করতে পারবে না শুধু তাদেরই বলছি। তোমরা বর্ণ থেকে বর্ণ, শব্দ থেকে শব্দ, লাইন থেকে লাইন, প্যারা থেকে প্যারা এসব ক্ষেত্রে একটু বেশি ফাঁকা দিতে পার। তবে অবশ্যই এ ক্ষেত্রে প্রতি পেজে ১৩-১৪ লাইনের কম লেখা উচিত নয়।

কলমের সঠিক ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কী ধরনের কলম ব্যবহার করতে হবে, কালি কেমন হবে, পয়েন্ট কত হবে, বলপেন না ফাউন্টেনপেন হবে ইত্যাদি বিষয় নিয়ে হয়তো অনেকে টেনশনে আছ।

১) তোমার হাতের আঙুল তুলনামূলক বড় ও মোটা হলে তোমার জন্য মোটা কলম এবং ছোট ও চিকন হলে চিকন কলম ব্যবহার করা উচিত। ২) কলমের কালি যেন গাঢ় ও কালো হয় এবং কলমটি বলপেন হওয়া উচিত। ৩) আংশিক ব্যবহৃত বলপেন ব্যবহার করা ভালো, এ কারণে কয়েকটি ব্যবহৃত কলম কাছে রাখ। ৪) কলমে সমস্যা দেখা দিলে বারবার সমাধানের চেষ্টা না করে নতুন কলম ব্যবহার কর। ৫) সাধারণত পয়েন্ট ফাইভ বলপেন ব্যবহার করা উচিত, তবে যদি কারও হাতের লেখা আকারে বড় বড় হয় সে ক্ষেত্রে পয়েন্ট সিক্স ব্যবহার করা যেতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম