এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কম্পিউটার ও কম্পিউটার
ব্যবহারকারীর নিরাপত্তা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২৩। নির্দেশিকার শেষে এক বা দুটি পৃষ্ঠায় কী নিয়ে আলোচনা করা হয়?
ক) অপারটিং সিস্টেম √খ) ট্রাবলশুটিং
গ) বুলিয়ান অ্যালজ্যাবরা
ঘ) ওয়ার্ড প্রসেসিং
২৪। ট্রাবলশুটিং অংশে কী নিয়ে আলোচনা করা হয়?
ক) কারনেল খ) অটোক্যাড
গ) সিস্টেম সফটওয়্যার
√ঘ) সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান
২৫। মনিটরের পাওয়ার চালু কিন্তু পদার্থ কোনো ছবি না সমস্যা সমাধানের জন্য কোনটি ঠিক করতে হবে?
ক) ROM খ) Hard Disk
√গ) Contrast ঘ) Printer
২৬। সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া কোনটি?
ক) অফিস শুটিং খ) প্রবলেম শুটিং
√গ) ট্রাবলশুটিং ঘ) সলভিং
২৭। কোনটির ক্ষেত্র সাধারণত ট্রাবলশুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে?
ক) সফটওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে
√খ) হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে
গ) হিউম্যান ওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্র
ঘ) ম্যালওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্র
২৮। আইসিটি যন্ত্রের মেইন বোর্ডে পাওয়ার না আসার কারণ হতে পারে কোনটি?
ক) RAM খ) নষ্ট ROM
গ) নষ্ট CPU
√ঘ) নষ্ট পাওয়ার সাপ্লাই ইউনিট
২৯। সাধারণত ৫০% ক্ষেত্রে Display না হওয়ার কারণ হতে পারে কোনটি?
√ক) RAM এর সম্যা খ) ROM এর সমস্যা
গ) CPU এর সমস্যা
ঘ) Hard disk এর সমস্যা
৩০। সাধারণ কোনটি নষ্ট হলে Beep সাউন্ড দেয়?
ক) CPU খ) Hard Disk √গ) RAM ঘ) ROM
৩১। সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে কোনটি?
ক) RAM √খ) CPU
গ) ROM ঘ) Hard Disk
৩২। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর Shutdown হয়ে যাওয়ার কারণ?
ক) ত্রুটিপূর্ণ হার্ডডিস্ক খ) ত্রুটিপূর্ণ RAM গ) ত্রুটিপূর্ণ ROM √ঘ) ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
৩৩। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পরপর Shutdown হয়ে যাওয়ার কারণ?
√ক) কোনে IC অতিরিক্ত তাপ উৎপাদন করা
খ) নষ্ট হার্ডডিস্ক গ) নষ্ট RAM ঘ) কেসিং এর সমস্যা
৩৪। কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hahg হয়ে যাওয়ার কারণ কোনটি?
√ক) বিভিন্ন ডেটা ক্যাবলের লুজ কানেকশন
খ) এন্টিভাইরাসের সমস্যা গ) লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
ঘ) কুলিং ফ্যানো সমস্যা
৩৫। কম্পিউটার ফাইরাস দ্বারা আক্রান্ত হলে কোনটি ঘটতে পারে?
ক) কম্পিউটার মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক্ করে
খ) বায়োসের কোন অপশন পরিবর্তন হলে তা সেভ হয় না
গ) সিস্টেম সঠিকভাবে চলে কিন্তু অত্যন্ত গরম হয়ে যায়
√ঘ) কম্পিউটার ঘনঘন হ্যাং করে অথবা রিবুট হয়ে যায়
৩৬। কম্পিউটারের মেটাল অংশে স্পর্শ বা হাত লাগলে শক্ করার কারণ কী?
ক) CMOS এর ব্যাটারি নষ্ট হওয়া √খ) কম্পিউটারটি আর্থিং করা নেই
গ) হার্ডডিস্কের সিটিং ঠিকমতো না থাকা ঘ) কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া
৩৭। কম্পিউটারটি ঠিকমতো আর্থিং করা না থাকলে কী ঘটতে পারে?
ক) CMOS ব্যাটারি নষ্ট হতে পারে খ) কম্পিউটার নষ্ট হতে পারে
গ) কম্পিউটার হ্যাং করতে পারে
√ঘ) মেটাল অংশে হাত লাগালে শক্ করতে পারে
৩৮। কম্পিউটারের তারিখ ঠিক না থাকার কারণ কোনটি?
ক) ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত
√খ) CMOS ব্যাটারি ঠিকমতো কাজ না করা
গ) ঠিকমতো আর্থিং না করা
ঘ) কেসিং খুলে রাখা
৩৯। বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ না হওয়ার কারণ কোনটি?
ক) কম্পিউটার কেসিং খুলে রাখা খ) ঠিকমতো আর্থিং না করা
গ) Hard ফরংশ নষ্ট হওয়া √ঘ) CMOS ব্যাটারি নষ্ট হওয়া
৪০। CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে কোনটি ঘটে?
ক) কম্পিউটারের মনিটর নষ্ট হয়ে যায় √খ) কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে না
গ) কম্পিউটার সিস্টেম চালু হয় না ঘ) কম্পিউটারের মেটাল অংশে হাত দিলে শক্ করে
৪১। Boot Disk failure মেসেজ আসার কারণ কোনটি?
ক) CMOS এর ব্যাটারি কাজ না করা
খ) ঠিকমতো আর্থিং না করা
√গ) হার্ডডিস্কের ডেটা ক্যাবল ঠিক মতো কাজ না করা
ঘ) কুলিং ফ্যান ঠিকমতো কাজ করা
৪২। Boot disk failure মেসেজ আসার কারণ কোনটি?
ক) কুলিং ফ্যান ঠিকমতো কাজ না করা খ) RAM ঠিকমতো কাজ না করা
গ) ঠিকমতো আর্থিং না করা
√ঘ) হার্ডডিস্কে পাওয়ার না দেয়া
