এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল
তেজগাঁও, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮৫. 1N বল 1m2 ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?
উত্তর: 1Nm-2
৮৬. 10N বল 2m2 ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে? উত্তর: 5PA
৮৭. ধাক্কা ও চাপের সমীকরণ কী?
উত্তর: F=P×A
৮৮. সমান আয়তনের এক টুকরা লোহা এবং এক টুকরা কর্ক পানিতে ছেড়ে দিলে কোনটি ভেসে থাকবে? উত্তর: কর্ক।
৮৯. টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাচের নলটি কিরূপ থাকে?
উত্তর: পুরু ও এক মুখ খোলা।
৯০. কোন নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে সম্পর্কটি কী হবে? উত্তর: চয
৯১। টারসেলির শূন্যস্থানে কী থাকে?
উত্তর: সামান্য পারদ বাষ্প
৯২। প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?
উত্তর: ধাতব পদার্থ কাটা
৯৩। এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত?
উত্তর: লিটার।
৯৪। কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?
উত্তর: প্যাসকেলের।
৯৫। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর: 277 K
৯৬। কিসের ঘনত্ব সবচেয়ে কম?
উত্তর: বরফ।
৯৭। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর কিসের একক অভিন্ন?
উত্তর: চাপ।
৯৮। সোনার তৈরি একটি নিরেট সিলিন্ডারের আয়তন 20cm3। সিলিন্ডারটির ভর কত? উত্তর: 386 g
৯৯। পদার্থের অণুগুলো গতিশীল আছে, এ ধারণা পদার্থের কোন তত্ত্বের মূল বিষয়?
উত্তর: আণবিক তত্ত্ব।
১০০। একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 20cm2 ও 20cm2। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
উত্তর: 500N
১০১। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?
উত্তর: প্লাজমা।
১০২। শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: প্লাজমা টর্চ।
১০৩। কিসের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম? উত্তর: লোহা।
