Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ

বাক্য শুদ্ধ করে লেখ

১) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।> অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

২) অপমান হবার ভয় নেই। > অপমানিত হবার ভয় নেই।

৩) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। > অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।

৪) অতিশয় দুঃখিত হলাম।> অত্যন্ত দুঃখ পেলাম।

৫) অধ্যায়নই ছাত্রদের তপস্যা।> অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

৬) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।> অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

৭) অন্যায়ের প্রতিফলন দুর্নিবার।> অন্যায়ের প্রতিফলন অনিবার্য।

৮) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।> অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন।

৯) অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।> অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

১০) অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে।> অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে।

১১) অশ্রুজলে বুক ভেসে গেল। > অশ্রুতে / চোখের জলে বুক ভেসে গেল।

১২) অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।> অপব্যয় মারাত্মক ব্যাধি।

১৩) অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।> আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অনুচিত।

১৪) অতি লোভে তাতী নষ্ট।> অতি লোভে তাঁতি নষ্ট।

১৫) আমি সন্তোষ হলাম।> আমি সন্তুষ্ট হলাম।

১৬) আপনি স্বপরিবারে আমন্ত্রিত। > আপনি সপরিবারে আমন্ত্রিত।

১৭) আমার আর বাঁচিবার স্বাদ নাই।> আমার আর বাঁচিবার সাধ নাই।

১৮) আমি সাক্ষী দিব না।> আমি সাক্ষ্য দিব না।

১৯) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানী ঘটে।> আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

২০) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।> আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

২১) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।> আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি।

২২) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।> আগামীকাল কলেজ বন্ধ থাকবে।

২৩) আবশ্যক ব্যয়ে কৃপণতা উচিত নয় ।>আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।

২৪) আগত শনিবারে তারা যাবে। > আগামী শনিবারে তারা যাবে।

২৫) আবশ্যকীয় বিছানাপত্র সঙ্গে আনবে।> আবশ্যক বিছানাপত্র সঙ্গে আনবে।

২৬) আমি অপমান হয়েছি।> আমি অপমানিত হয়েছি।

২৭) আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।> আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।

২৮) আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।> আমরা আজ বাগানে যাবো।

২৯) আমার টাকার আবশ্যক নাই।> আমার টাকার আবশ্যকতা নেই।

৩০) ইহা প্রমাণ হইয়াছে।> ইহা প্রমাণিত হইয়াছে।

৩১) উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।> উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

৩২) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।> উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

৩৩) একথা প্রমাণ হয়েছে।> একথা প্রমাণিত হয়েছে।

৩৪) এক অগ্রহায়ণে শীত যায় না। > এক মাঘে শীত যায় না।

৩৫) এটা হচ্ছে ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা।> এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

৩৬) এ বিষয়ে আমাদের কোন দৈন্যতা নেই।> এ বিষয়ে আমাদের কোন দৈন্য/দীনতা নেই।

৩৭) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।> এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।

৩৮) এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।> এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

৩৯) এটা লজ্জাস্কর ব্যাপার। > এটা লজ্জাকর ব্যাপার।

৪০) একের বোঝা, দশের লাঠি।> দশের লাঠি, একের বোঝা।

৪১) এ মামলায় আমি সাক্ষী দেব না।> এ মামলায় আমি সাক্ষ্য দেব না।

৪২) এখানে প্রবেশ নিষেধ।> এখানে প্রবেশ নিষিদ্ধ/ প্রবেশ নিষেধ।

৪৩) এতে গৌরব লোপ হয়েছে।> এতে গৌরব লোপ পেয়েছে।

৪৪) কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। > কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম