Logo
Logo
×

টিউটোরিয়াল

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কয়েকটি উল্লেখযোগ্য চুক্তি-সনদ

* প্রথম ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? -১৭৮০ সালে।

* প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? -ব্রিটেন ও আমেরিকা।

* প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কী? -আমেরিকার স্বাধীনতা লাভ।

* দ্বিতীয় ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? -২৮ জুলাই ১৯১৯ সালে।

* দ্বিতীয় ভার্সাই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

-প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে।

* দ্বিতীয় ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? -ফ্রান্সের ভার্সাই নগরীতে।

* দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?

-জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা।

* দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী?

-জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।

তোমাদের আঁকা ছবি পাঠাও

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে আঁকা রঙিন ছবি পাঠাও। সঙ্গে পাঠাও তোমার নিজের ছবিটিও। সেটা তোমার আঁকা ছবির সঙ্গে নাম, স্কুলের নামসহ ছাপা হবে।

ছবি আঁকার বিষয় : মেলা, ষড়ঋতু, প্রকৃতি, কৃষি।

ফোন নম্বরসহ ছবি পাঠানোর ঠিকানা

বিভাগীয় প্রধান, টিউটোরিয়াল

দৈনিক যুগান্তর, ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড)

বারিধারা, ঢাকা-১২২৯।

অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাও ওপরের ঠিকানায়

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম