এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
জীববিজ্ঞান প্রথমপত্র
মো. মোসলেম উদ্দিন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ
বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
কোষ বিভাজন
নিম্নে একটি নমুনা উদ্দীপক দেয়া হল
উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক ড. মহসিন কোষের বিভাজন প্রক্রিয়া আলোচনা করতে গিয়ে বললেন, কোষের বিভাজনের কারণেই পরিণত উদ্ভিদ ও প্রণীর সৃষ্টি হয়। শুক্রাণু, ডিম্বানু যা-ই বলিনা কেন উভয়ই একটি কোষ।
(ক) ক্রসিং ওভার কী? ১
(খ) মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে। ২
(গ) ড. মহসিন উদ্দীপকে যে দুটি কোষ বিভাজনের নাম উল্লেখ করলেন তাদের মূল্য পার্থক্য কোথায়, একটি তালিকা দেখাও। ৩
(ঘ) উদ্দীপকের যে ভাবে পরিণত উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টির কথা বলা হয়েছে তা ব্যাখ্যা কর। ৪
উত্তর (ক) :
মিয়োসিস কোষ বিভাজনের সময় যে পদ্ধতিতে ক্রোমোসোমের একটি অংশ কতিপয় জিনসহ তার হোমোলোগাস ক্রোমোসোমের অনুরূপ অংশের (নন-সিস্টার অংশ) সঙ্গে স্থান বিনিময় করে তাকে ক্রসিং ওভার বলে।
উত্তর (খ) :
মাইটোসিস : মাইটোসিস প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষে ঘটে থাকে; যেমন:- উদ্ভিদের কাণ্ড বা তার শাখা-প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু-শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি-অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে।
মিয়োসিস : মিয়োসিস সর্বদা জনন মাতৃকোষ তথা-মায়োসাইটে সম্পন্ন হয় এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট কোষে হয়। নিম্ন শ্রেণির উদ্ভিদে (হ্যাপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে, আর উচ্চ শ্রেণির উদ্ভিদে (ডিপ্লয়েড উদ্ভিদে) মিয়োসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষ হতে গ্যামেট সৃষ্টিকালে।
উত্তর (গ) :
ড. মহসিন মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনে কথা আলোচনা করেছেন। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মূল পার্থক্য হল মাইটোসিস ঘটে দেহকোষে এবং মিয়োসিস ঘটে জনন কোষে।
নিম্নে তাদের পার্থক্যের তালিকা দেয়া হল

উত্তর (ঘ) :
আমরা জানি প্রধানত তিনটি উপায়ে কোষ বিভাজিত হয়। যথা: অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়োসিস।
“অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ হতে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং দুটি অপত্যকোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে। ব্যাকটেরিয়া, ঈস্ট প্রভৃতি এককোষী পূর্ণাঙ্গ প্রাককেন্দ্রিক উদ্ভিদ এ কোষ বিভাজনের ফলেই সৃষ্টি।
“জীবদেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ারই ফল। উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। আর এ বিভাজনের মাধ্যমেই উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে পূণাঙ্গ মূল, কাণ্ড ও পাতার কোষ এবং প্রাণীর মাংসপেশি সৃষ্টি হয়।
জীবদেহের বৃদ্ধি ও বিভিন্ন অঙ্গের স্বাভাবিক বিকাশ মাইটোসিসের ওপর নির্ভরশীল।
“মিয়োসিস বিভাজন জনন মাতৃকোষে ঘটে। এ বিভাজনের মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে চারটি কোষ উৎপন্ন করে এবং উৎপাদিত ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। বংশ পরম্পরায় মিওসিস দ্বারা প্রকরণ সৃষ্টির মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় কোষের বিভাজনের কারণেই পরিণত উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়।
