Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি

রসায়ন * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি * বিজ্ঞান বহুনির্বাচনী

রসায়ন

Icon

মো. মাসুদ খান

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

অধ্যায়-৪ : পর্যায় সারণি

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

০১। ২০১২ সাল পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে? উত্তর : ১১৮টি

০২। পর্যায় সারণিতে মৌলসমূহকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? উত্তর : মৌলসমূহের ধর্মের ভিত্তিতে

০৩। মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন? উত্তর : ৬৭টি

০৪। সিলভারের পারমাণবিক সংখ্যা কত? উত্তর : ৪৭

০৫। ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়? উত্তর : ৮৪টি

০৬। পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে? উত্তর : ১৯১৩ সালে

০৭। পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন? উত্তর : ১০০ বছর

০৮। অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত? উত্তর : ৩ নং গ্রুপ

০৯। মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উত্তর : রাশিয়া

১০। পর্যায় সারণির মৌলসমূহের বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল? উত্তর : অষ্টাদশ

১১। ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত? উত্তর : ৩৩

১২। ল্যাভয়শিয়ে মৌলসমূহকে সর্বপ্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন? উত্তর : ১৭৮৯ সালে

১৩। পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে? উত্তর : ১৮টি

১৪। পর্যায় সারণিতে ৬ষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে? উত্তর : ৩২টি

১৫। ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত? উত্তর : ১৫টি

১৬। অ্যাকটিনাইড বর্গে কৃত্রিম মৌল কতটি? উত্তর : ১১টি

১৭। পর্যায় সারণির শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি? উত্তর : ৬টি

১৮। অষ্টক তত্ত্বের প্রবক্তা কে? উত্তর : জন নিউল্যান্ড

১৯। আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? উত্তর : ১৯১৩ সালে

২০। কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? উত্তর : হেনরি মোসলে

২১। কোন দেশের বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন? উত্তর : জার্মান

২২।‘ডোবেরাইনারের ত্রয়ী’ হিসেবে প্রথম ত্রয়ীর মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? উত্তর : ১

২৩। জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? উত্তর :১৮২৯ সালে

২৪। অষ্টক সূত্রটি লিখ।

উত্তর : মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলে কোনো মৌল হতে অষ্টম মৌলে আবার সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে।

২৫। সোনার পারমাণবিক সংখ্যা কত? উত্তর : ৭৯

২৬। পর্যায় সারণিতে আর্গন-পটাশিয়াম, আয়োডিন-টেলুরিয়ামের অবস্থানগত জটিলতা দূর হয় কোনটি আবিষ্কারের ফলে?

উত্তর : পারমাণবিক সংখ্যা

২৭। ম্যাগনেসিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত? উত্তর : ৩য় পর্যায়ে

২৮। মুদ্রা ধাতু পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?

উত্তর : গ্রুপ-১১

২৯। হ্যালোজেনসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত? উত্তর : ১৭ নং

৩০। মৃৎক্ষার ধাতুগুলো কতটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ গঠন করে? উত্তর : ২টি

৩১। ত্রয়ী সূত্রটি লিখ।

উত্তর : রাসায়নিকভাবে সদৃশ তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয়। এই মৌল তিনটিকে ত্রয়ী বলে। এটিই ত্রয়ী সূত্র নামে পরিচিত।

৩২। আধুনিক পর্যায় সূত্রটি লিখ।

উত্তর : মৌলিক পদার্থ এবং তাদের থেকে সৃষ্ট যৌগিক পদার্থসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮১। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়-

i) কুলিং ফ্যানে সমস্যা করলে

ii) কম্পিউটারে ভাইরাস থাকলে

iii) কম্পিউটারটি আর্থিং করা না থাকলে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮২। CMOS ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হলে-

i) সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়

ii) কম্পিউটারের সময় ঠিক থাকে না

iii) বয়োসের কোনো পরিবর্তন করলে তা সেভ হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৩। Boot Disk failure মেসেজ দেখালে-

i) জাম্পার সেটিং পরীক্ষা করতে হবে

ii) হার্ডডিস্ক পরীক্ষা করতে হবে

iii) রম পরীক্ষা করতে হবে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) র, ii ও iii

৮৪। Out of memory মেসেজ দেখায়-

i) CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালে

ii) কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা থাকলে

iii) র‌্যামে পর্যাপ্ত জায়গা না থাকলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৫। কীবোর্ড ঠিকমতো কাজ না করলে-

i) কীবোর্ড সংযোগ ঠিকমতো পরীক্ষা করতে হবে

ii) রেম পরিবর্তন করতে হবে

iii) এন্ট্রিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৬। মাউস ঠিকমতো কাজ না করলে-

i) অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করতে হবে

ii) ক্যাবল সংযোগ পরীক্ষা করতে হবে

iii) পোর্ট পরিবর্তন করে দেখতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii √খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৭। মনিটরের পাওয়ার চালু কিন্তু পর্দায় কোনো ছবি নাই সমস্যা সমাধানের জন্য ঠিক করতে হবে-

i) Brightness ii) Windows iii) Contrast

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

৮৮। প্রিন্টারে প্রিন্ট না হলে-

i) কাগজে কালি আছে কিনা দেখতে হবে

ii) ব্লিংকিং হলুদ বাতি জ্বলছে কিনা লক্ষ্য করতে হবে

iii) হার্ডওয়্যার অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা যেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii √ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৯ এবং ৯০ নং প্রশ্নের উত্তর দাও

রিফাতের ল্যাপটপে বিশেষ কিছু সমস্যা হচ্ছে। ল্যাপটপটি তার বড় ভাইয়ের কাছে নিয়ে গেলে সে নতুন একটি বিষয় সম্পর্কে জানল যাতে সমস্যার প্রকৃতি ও এর সমাধান দেয়া থাকে।

৮৯। রিফাত ভাইয়ের কাছ থেকে কোন বিষয় সম্পর্কে জানল?

ক) ট্রাবল খ) শুটিং √গ) ট্রাবলশুটিং ঘ) উইন্ডোজ

৯০। উদ্দীপকে উল্লিখিত বিষয়টি-

i) সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়া

ii) সফটওয়্যার ইনস্টল নিয়ে আলোচনা করে

iii) হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার জন্য ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii √গ) i ও iii ঘ) i, ii ও iii

বিজ্ঞান বহুনির্বাচনী

মো. আমিনুল ইসলাম

সিনিয়র শিক্ষক

মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

অধ্যায়-১১

১. প্রতিটি মানুষের দেহে কত জোড়া ক্রোমোসোম পাওয়া যায়?

ক. ২২ জোড়া √খ. ২৩ জোড়া

গ. ২৪ জোড়া ঘ. ২৫ জোড়া

২. উচ্চ শ্রেণির জীবের দেহকোষের ক্রোমোসোমকে কী বলে?

ক. নিওসোম খ. ক্রোমাটিড

√গ. অটোসোম ঘ. সেন্ট্রোসোম

৩. কোষে সেন্ট্রোমিয়ার সংযুক্ত অংশের গঠন উপাদান হল-

i. প্রোটিন ii. জৈব পদার্থ iii. অজৈব পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii √খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. বেটসন কত সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দেন জিন?

√ক. ১৯০৮ সালে খ. ১৯০০ সালে

গ. ২০০৮ সালে খ. ১৯১৩ সালে

৫. গ্রেগর জোহান মেন্ডেল একজন কী ছিলেন?

ক. অস্ট্রীয় রাজনীতিবিদ খ. পদার্থবিদ

গ. জার্মান ধর্মযাজক √ঘ. অস্ট্রীয় ধর্মযাজক

৬. সেন্ট্রোমিয়ারের অপর নাম কী?

ক. সেন্ট্রোস্ফিয়ার খ. সেন্ট্রোজোম

√গ. কাইনেটোকোর ঘ. সেন্টিওল

৭. কত সালে ডিএনএ অণু আবিষ্কৃত হয়?

√ক. ১৯৫৩ সালে খ. ১৯৬২ সালে

গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৮২ সালে

৮. আরএনএতে কোনটি অনুপস্থিত?

ক. অ্যাডিনিন √খ. থাইমিন

গ. গুয়ানিন ঘ. সাইটোনিন

৯. জীব কোষে কত প্রকার আরএনএ দেখা যায়?

ক. ২ প্রকার √খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১০. ওয়াটসন ও ক্রিক কত সালে নোবেল পুরস্কার পান?

ক. ১৯৬৩ সালে √খ. ১৯৬২ সালে

গ. ১৯৬১ সালে ঘ. ১৯৬০ সালে

১১. ক্রোমোসোমে কয়টি প্রোটিন থাকে?

ক. ৫টি খ. ৪টি গ. ৩টি √ঘ. ২টি

১২. সন্তান ও পিতার ডিএনএ চরিত্রের মিল কেমন হবে?

ক. শতকরা ৯০ ভাগ খ. শতকরা ৯২.৯ ভাগ

গ. শতকরা ৯৫.৯ ভাগ √ঘ. শতকরা ৯৯.৯ ভাগ

১৩. জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী পদার্থ থাকে?

i. ক্রোমোসোম ii. ডিএনএতে iii. আরএনএতে

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. র, ii ও iii

১৪. সিকিল সেল রোগে লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন হয়?

ক. গোলাকার √খ. কাস্তের মতো

গ. ডিম্বাকার ঘ. লম্বাটে

১৫. হানটিংটনস রোগের কারণে শরীরের কোন অংশটি কাজ করে না?

ক. কিডনি খ. লিভার গ. হৃৎপিণ্ড √ঘ. মস্তিষ্ক

১৬. স্বাভাবিক লোহিত রক্ত কণিকার আকৃতি কী রূপ?

√ক. চ্যাপ্টা খ. চওড়া

গ. গোলাকার ঘ. ব্রংকাইটিস

১৭. নিচের কোন রোগটি মানুষের রক্ত কণিকায় হয়?

ক. ডাউনস সিনড্রোম খ. মায়োপিয়া

√গ. সিকিলসেল ঘ. হানটিংটনস

১৮. মানুষের ২১তম ক্রোমোসোমের ননডিসজাংশনের ফলে কোনটি হয়?

ক. সিফিলসেল খ. হানটিংটনস

গ. টানার সিনড্রম √ঘ. ডাউন সিনড্রম

১৯. কোন জিনটি অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির?

√ক. X লিংকড খ. ণ লিংকড

গ. ত লিংকড ঘ. ঙ লিংকড

২০. জিনের বাহক হিসেবে কোনটি কাজ করে?

ক. ডিএনএ খ. আরএনএ

√গ. প্লাসমিড ঘ. এনজাইম

২১. যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না তাকে কী বলে?

√ক. প্রচ্ছন্ন জিন খ. অ্যালীল

গ. প্রকট জিন ঘ. হেটোরোজাইগাম

২২. ব্যাকটেরিয়ার কোষে ক্রোমোসোমের বাইরে যে স্বতন্ত্র ডিএনএ অণু থাকে তাকে কী বলে?

ক. ডিএনএ √খ. প্লাসমিড

গ. প্লাস্টিড ঘ. আরএনএ

২৩. ডিএনএ কাটা হয় কোন এনজাইম দ্বারা?

ক. লাইগেজ খ. লাইপেজ

গ. লাইএজ √ঘ. রেস্ট্রিকশন এনজাইম

২৪. বর্তমানে মোট কতটি উদ্ভিদে ট্রান্সজেনিক পদ্ধতি ঘটানো হয়েছে?

ক. ৮০টি খ. ৭০টি √গ. ৬০টি ঘ. ৫০টি

২৫. রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলে?

ক. জীব ক্লোনিং খ. ট্রান্সজেনিক

√গ. জিন ক্লোনিং ঘ. সেল ক্লোনিং

২৬. মানব কল্যাণে জীবজ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহারকে কী বলে?

ক. ঔষধ বিজ্ঞান √খ. জীব প্রযুক্তি

গ. কৃষি বিজ্ঞান ঘ. অণুজীব বিজ্ঞান

২৭. আধুনিক জৈব প্রযুক্তি বলতে বোঝায়?

i. অণুজীব বিজ্ঞান ii. টিস্যু কালচার

iii. জিন প্রকৌশল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii √ঘ. র, ii ও iii

২৮. ক্লোনিং কত প্রকার?

ক. ২ √খ. ৩ গ. ৪ ঘ. ৫

২৯. পৃথিবীর প্রথম ক্লোন করা প্রাণী কী ছিল?

ক. ছাগল খ. ইঁদুর √গ. ভেড়া ঘ. মানুষ

৩০. মানব ক্লোনিংয়ের প্রধান অন্তরায় কী?

√ক. ধর্ম খ. অর্থ গ. জনবল ঘ. যন্ত্রপাতি

৩১. পৃথিবীর প্রথম ক্লোন করা প্রাণীর নাম কী?

ক. পলি খ. মলি গ. কলি √ঘ. ডলি

৩২. ইন্টারফেরন কী দিয়ে গঠিত?

ক. পেকটিন খ. গ্লাইকোজেন

গ. নিউক্লিক এসিড √ঘ. প্রোটিন

৩৩. ক্ষত নিরাময়ে ব্যবহৃত এনজাইম কোনটি?

ক. অ্যামাইলেজ খ. থ্রম্বিন গ. ফাইসিন √ঘ. ট্রিপসিন

৩৪. পনির তৈরিতে প্রয়োগ করা হয়-

i. ছত্রাক ii. ব্যাকটেরিয়া iii. ফরমালিন

নিচের কোনটি সঠিক?

√ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. জীব প্রকৌশল প্রয়োগ করে বাণিজ্যিকভিত্তিক কোনটির উৎপাদন করা সম্ভব হয়েছে?

ক. হরমোন √খ. ইন্টারফেরন

গ. জিন ঘ. এনজাইম

৩৬. নিচের কোন রোগটির ভ্যাকসিন জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হয়েছে?

√ক. হাম খ. এইডস গ. ক্যান্সার ঘ. জন্ডিস

৩৭. দুধে কোন শর্করাটি থাকে?

ক. গ্লুকোজ খ. ফ্রুক্টোজ

√গ. ল্যাকটোজ ঘ. সুক্রোজ

৩৮. বিশ্বের দুধের প্রধান উৎস কোনটি?

√ক. গাভী খ. মহিষ গ. ছাগল ঘ. ভেড়া

৩৯. ট্রান্সজেনিক ছাগলের দুধ থেকে প্রাপ্ত বিশেষ প্রোটিন মানুষকে কোন রোগ থেকে রক্ষা করে?

ক. উচ্চ রক্তচাপ খ. থ্যালাসেমিয়া

√গ. করোনারি থ্রম্বোসিস ঘ. হিমোফিলিয়া

৪০. ফরেনসিক টেস্টে ডিএনএ থেকে অপরাধী শনাক্ত করতে ব্যবহার করা হয়-

i. রক্ত ii. মূত্র iii. বীর্যরস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii √ঘ. i, ii ও iii

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম