Logo
Logo
×

টিউটোরিয়াল

ক্যাম্পাস সংবাদ

শেষ হল পাঁচ দিনব্যাপী ইউডা সপ্তাহ

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২৫ জানুয়ারি শেষ হল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)’র ‘ইউডা সপ্তাহ-২০১৮’। ২১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ইউডার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউডার ভিসি ও বর্তমান ইউডার এমিরেটাস অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউডা সপ্তাহ-এর ৫ দিনে অনুষ্ঠিত হয় লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতা, সায়েন্টিফিক এক্সিবিশন, ওপেন হাউস, ইন্সট্রমেন্ট প্রেজেন্টেশন, চারুকলা বিভাগ আয়োজন করছে শিল্পকর্ম প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজন করছে হার্ডওয়ার এবং সফটওয়ার প্রদর্শনী, আইসিটি ফেয়ার, বিজনেস অনুষদ আয়োজন করছে বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজন করছে আলোকচিত্র ও দেয়াল প্রতিযোগিতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম