এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি
বাংলা প্রথমপত্র * ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
বাংলা প্রথমপত্র
মুহম্মদ আল মাসুদ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, মিরপুর, ঢাকা
বৃষ্টি
-ফররুখ আহমদ
১. কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন কত সালে?
ক. ১৯১৯ √খ. ১৯১৮
গ. ১৯৮১ ঘ. ১৯৪৮
২. কবি ফররুখ আহমদ ঢাকা বেতারে কোন পদে নিয়োজিত ছিলেন?
ক. প্রতিবেদক খ. পরিচালক
√গ. স্টাফ রাইটার ঘ. স্টাফ রিপোর্টার
৩. মাগুরা জেলার কোন গ্রামে ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন?
ক. শ্রীপুর √খ. মাঝআইল
গ. আলোকদিয়া ঘ. পারুলিয়া
৪. কবি ফররুখ আহমদ আইএ পাস করেছেন কোন কলেজ থেকে?
ক. কলকাতা হিন্দু কলেজ খ. কারমাইকেল কলেজ
√গ. কলকাতা রিপন কলেজ
ঘ. ঢাকা কলেজ
৫. ফররুখ আহমদের পিতার নাম কী?
ক. সৈয়দ হাতেম আলী
√খ. সৈয়দ সাবের হাতেম আলী খান
গ. খান মোহাম্মদ সৈয়দ হাতেম আলী
ঘ. খান সাব্বির সৈয়দ হাতিম আলী
৬. ‘বৃষ্টি’ কবিতায় কোন দুটি নদীর নাম রয়েছে-
ক. পদ্মা-যমুনা খ. পঙ্গা-যমুনা
গ. পদ্মা-সুরমা √ঘ. পদ্মা-মেঘনা
৭. কত সালে ফররুখ আহমদ পরলোকগমন করেন?
ক. ১৯৪৭ √খ. ১৯৭৪
গ. ১৯৭৪ ঘ. ১৯৭২
৮. আসমান কোন ধরনের শব্দের অন্তর্ভুক্ত?
ক. তদ্ভব খ. তৎসম
গ. দেশি √ঘ. বিদেশি
৯. ফররুখ আহমদ যে বিষয়ে অনার্স পড়েছেন?
√ক. বাংলা-ইংরেজি
খ. সমাজবিজ্ঞান-ইংরেজি
গ. দর্শন-ইংরেজি ঘ. সংস্কৃত-পালি
১০. ‘সওয়ার’ শব্দের আভিধানিক অর্থ-
ক. চালক √খ. আরোহী
গ. অবরোহ ঘ. চলাচল
১১. ‘সিরাজাম মুনীরা’ গ্রন্থ কার রচনা?
ক. গোলাম মোস্তফা √খ. ফররুখ আহমদ
গ. এস ওয়াজেদ আলি ঘ. কাজী নজরুল ইসলাম
১২. বৃষ্টি কবিতায় ধানক্ষেতের রূপ কেমন?
ক. সবুজ ধানক্ষেত খ. পাকা ধানক্ষেত
গ. কাঁচা ধানক্ষেত
√ঘ. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত
১৩. ‘বৃষ্টি’ কবিতায় পদ্মা-মেঘনার দু’পাশে কী ধরনের গ্রাম রয়েছে?
√ক. আবাদি গ্রাম খ. অনাবাদি গ্রাম
গ. ফসলি গ্রাম ঘ. জনশূন্য গ্রাম
১৪. কবি র্ফরুখ আহমদ কত থেকে কত সাল পর্যন্ত ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন?
ক. ১৯৪৭-১৯৭৪ খ. ১৯৭২-১৯৭৪
গ. ১৯৩৭-১৯৭২ √ঘ. ১৯৪৭-১৯৭২
১৫. ফররুখ আহমদের কবিতাগুলোতে কোন ভাষার শব্দের প্রাধান্য পাওয়া যায়?
ক. হিন্দি-ইংরেজি √খ. আরবি-ফারসি
গ. তামিল-উর্দু ঘ. জার্মান-ইতালীয়
১৬. রুক্ষ মাটির প্রাণ কীভাবে জুড়ায়?
ক. পানিতে খ. সেচের মাধ্যমে
√গ. বৃষ্টিতে ঘ. মেঘে
১৭. বিদ্যুৎ চমকানোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. সুন্দরী মেয়ের খ. ফুলের
গ. বাঘের √ঙ্কারের √ঘ. সুন্দরী পরির
১৮. ‘বৃষ্টি’ কবিতার ভাব প্রকাশের প্রধান বাহন কী?
ক. প্রকৃতি খ. বর্ষণমুখর দিন
√গ. প্রতীক্ষিত বৃষ্টি ঘ. প্রকৃতির উপকরণ
১৯. কিসের মাধ্যমে বন্যা আসে?
ক. বৃষ্টিতে খ. নদীর
√গ. জোয়ারে ঘ. মেঘের গর্জনে
২০. ফররুখ আহমদ কোন ধরনের কবি?
ক. গীতিকবি খ. ঐতিহ্যের কবি
গ. বিদ্রোহী কবি
√ঘ. মুসলিম জাগরণের কবি
২১. রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ কার স্পর্শ পেতে চায়?
ক. মেঘের খ. বিদ্যুৎ-রূপসীর √গ. বৃষ্টির ঘ. ছায়ার
২২. রুগ্ন বৃদ্ধ ভিভারীর রগ-ওঠা হাতের সঙ্গে কোনটির তুলনা করা হয়েছে?
ক. ধানক্ষেতকে √খ. রুক্ষ মাঠ-ঘাটকে
গ. বিদগ্ধ আকাশকে
ঘ. পদ্মা-মেঘনার দু’পাশের গ্রামকে
২৩. বৃষ্টির দিনে প্রিয়জনের কথা মনে পড়ে, কারণ-
ক. বৃষ্টির দিন পরিবেশ থমথমে থাকে বলে।
খ. বৃষ্টির দিন পরিবেশ নির্জন থাকে বলে
√গ. বৃষ্টির দিনে নির্জন পরিবেশে একাকিত্বের
ঘ. বৃষ্টির দিন কোথাও বের হওয়া যায় না
২৪. ‘বৃষ্টি’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
ক. জীবন ও প্রকৃতি খ. রূপ সৌন্দর্য
গ. বৃষ্টির জয়গান √ঘ. বর্ষার প্রকৃতি
২৫. ‘তৃষ্ণাতপ্ত’ শব্দের আভিধানিক অর্থ-
i. পিপাসা ii. পিপাসায় কাতর iii. বৃষ্টির জন্য প্রতীক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii √গ) ii ঘ) i ও iii
২৬. বৃষ্টির দিন আমাদের মনে পড়ে-
i. সুখময় অতীত ii. ভবিষ্যতের কথা iii. পুরনো স্মৃতি
নিচের কোনটি সঠিক?
ক) ii √খ) i ও iii গ) iii ঘ) i ও ii
২৭. বর্ষার প্রাণ কী?
i. পানি ii নদী iii বৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii √গ) i ও iii ঘ) iii
২৮. কবি র্ফরুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
i. সিরাজাম মুনীরা ii. হাতেমতায়ী
iii. সাত সাগরের মাঝি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii √গ) iii ঘ) i, ii ও iii
২৯. ফররুখ আহমদের কাব্যিক বৈশিষ্ট্য-
i. দার্শনিক ভাব ii. ধর্মনিরপেক্ষতা
iii. ইসলামের পুনর্জাগরণ
নিচের কোনটি সঠিক?
ক) ii √খ) iii গ) i ও ii ঘ) i ও iii
৩০. ‘বৃষ্টি’ কবিতার নামকরণের সার্থকতায় কোনটি গ্রহণযোগ্য?
i. বৃষ্টির দিনে প্রকৃতিতে স্নিগ্ধ কোমল প্রাণস্পন্দন আসে ii. বৃষ্টির দিনে বর্ষার বর্ণনায়
iii. বৃষ্টির দিনে জলধারার বর্ণনা
নিচের কোনটি সঠিক?
√ক) র খ) ii গ) র ও iii ঘ) ii ও iii
ব্যবসায় উদ্যোগ মডেল টেস্ট
এইচ. এম. মতিউর রহমান
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী
বাংলাদেশের শিল্প
১. সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি?
ক. চুন খ. বালি গ. পাথর ঘ. এঁটেল মাটি
২. কোন স্থানের সিমেন্ট খুব মানসম্পন্ন?
ক. মুন্সীগঞ্জ খ. নারায়ণগঞ্জ গ. ছাতক ঘ. সুনামগঞ্জ
৩. চামড়া, রেল ও ইঞ্জিনিয়ারিং কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা শিল্প খ. হস্তান্তর শিল্প
গ. উৎপাদন শিল্প ঘ. মাঝারি
৪. অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা কার প্রধান উদ্দেশ্য?
ক. সমাজের খ. সরকারের
গ. শিল্পের ঘ. ব্যাংকের
৫. কোন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ ব্যবহৃত পণ্যে পরিণত করা হয়?
ক. সার খ. হর্টিকালচার গ. নির্মাণ ঘ. ফুল চাষ
৬. শিল্পের সাফল্য কিসের ওপর নির্ভর করে?
ক. আধুনিক প্রযুক্তির খ. দক্ষ শ্রমশক্তির
গ. মূলধনের ঘ. বিশেষজ্ঞের
৭. মৌসি এইচএসসি পাসের পর বাবার কাছ থেকে কিছু পুঁজি নিয়ে বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। মৌসির এ কাজটি কোন শিল্পের অন্তর্গত?
ক. উৎপাদন খ. সেবা গ. কুটির ঘ. মাঝারি
৮. সেবা শিল্পে ব্যবহার করা হয়-
i. যন্ত্রপাতি ii. স্থায়ী সম্পদ iii. মেধাসম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাহুল বিএ পাস করে পরিবহন ব্যবসা শুরু করে। তার পরিবহনগুলো পটুয়াখালী থেকে বরিশাল, বরিশাল থেকে পটুয়াখালী যাতায়াত করে। তার অধীনস্থ কর্মীদের ব্যবহার ও সময়ানুবর্তিতার কারণে অতি অল্প সময়ে পরিবহনের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আর্থিক দিক দিয়েও সে সমাজের একজন।
৯. জনাব রাহুলের ব্যবসাটি কোন শিল্পের অন্তর্গত?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১০. জনাব রাহুলের কর্মসংস্থানের জন্য যে বিষয়টি কাজ করছে তা হল-
i. স্বনির্ভর হওয়ার ইচ্ছা ii. সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত করা iii. নিজ মেধা ও যোগ্যতার ওপর আÍবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কোন শিল্পের ডিজাইন ও দক্ষ কারিগরি জ্ঞান অপরিহার্য হয়ে পড়েছে?
ক. কুটির খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১২. হোসিয়ারি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. কুটির খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. বৃহৎ
১৩. গোলাপজল তৈরি কোন শিল্পের অন্তর্গত?
ক. কুটির খ. তাঁত গ. নির্মাণ ঘ. মাঝারি
১৪. বস্ত্র শিল্প কোন ধরনের শিল্প?
ক. উৎপাদনমুখী খ. সেবা গ. কুটির ঘ. প্রত্যক্ষ সেবা
১৫. কুটিরশিল্প বলতে বোঝায়-
র. স্থায়ী সম্পদের ব্যয় ৫ লাখ টাকার বেশি
ii. পরিবারের প্রাধান্য iii. সর্বোচ্চ ১০ জন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. জনাব নুরুল আমিন সেলিমের টুপি তৈরির কারখানায় ৩০ জন শ্রমিক কাজ করে। নুরুল আমিন সেলিমের শিল্পটি কোন ধরনের?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. কুটির
১৭. কোন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা ২৫ থেকে ৯৯ জন?
ক. সেবা খ. ক্ষুদ্র গ. মাঝারি ঘ. কুটির
১৮. স্কুল ব্যাগ, শিকা, কার্পেট কোন শিল্পের মধ্যে পড়ে?
ক. কুটির খ. তাঁত গ. নির্মাণ ঘ. পাটজাত
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
হাফসা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্র এলাকা থেকে সংগৃহীত ঝিনুক দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেন।
১৯. হাফসা বেগমের শিল্পটি কোন ধরনের?
ক. বৃহৎ খ. মাঝারি গ. কুটির ঘ. ক্ষুদ্র
২০. জাতীয় অর্থনীতিতে হাফসা বেগমের অবদান হল-
i. স্থানীয় সম্পদের সদ্ব্যবহার ii. উদ্যোক্তার প্রতিভা লালন iii. কর্মসংস্থান সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. কোন শিল্পের মাধ্যমে গ্রামের মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হয়?
ক. বৃহৎ খ. কুটির গ. সার ঘ. চা
২২. ক্ষুদ্র ও কুটিরশিল্পের সাধারণত অর্থের যোগানদাতা কে?
ক. ব্যাংক খ. সরকার
গ. উদ্যোক্তা ঘ. ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা
২৩. স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-
i. কুটিরশিল্প ii. ক্ষুদ্রশিল্প iii. মাঝারি শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. মি. রাসেলের পটুয়াখালীর চৌরাস্তার পাশে ওয়েল্ডিং ওয়ার্কশপ, অটোরিকশা, বাস ও ট্রাক মেরামতের কারখানা আছে। রাসেলের কারখানাটি কোন ধরনের শিল্প?
ক. ক্ষুদ্র খ. মাঝারি
গ. বৃহৎ ঘ. ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল
২৫. মোট জাতীয় উৎপাদনে ২০১০-২০১১ আর্থিক বছরে ক্ষুদ্র ও কুটিরশিল্পের অবদান কত?
ক. ৫.১৪% খ. ৫.১৮% গ. ৫.২৬% ঘ. ৫.২২%
২৬. ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা গঠন করেছেন কে?
ক. সরকার খ. উদ্যোক্তা
গ. ব্যবসায়ী ঘ. শিল্পমন্ত্রী
২৭. ক্ষুদ্র ও কুটিরশিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. উচ্চ আয়ের দেশ খ. উন্নত দেশের
গ. শিল্পোন্নত দেশের ঘ. উন্নয়নশীল দেশের
২৮. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিচের কোনটি বৃদ্ধি পায়?
ক. অর্থ খ. দক্ষতা গ. আয় ঘ. বিনিয়োগ
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
ইয়াসিনের ঢাকায় একটি ওষুধ ফ্যাক্টরি আছে। সেখানে পাঁচ শতাধিক শ্রমিক নিয়োজিত আছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে।
২৯. ইয়াসিনের ফ্যাক্টরিটি কোন ধরনের শিল্প?
ক. ক্ষুদ্র খ. বৃহৎ গ. মাঝারি ঘ. নির্মাণ
৩০. ইয়াসিনের ফ্যাক্টরিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে-
র. দেশের মোট জাতীয় সম্পদ বৃদ্ধি করছে ii. নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে iii. আন্তর্জাতিক বাজারে তৈরি পণ্যের চাহিদা পূরণ করছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii খ. র ও iii গ. ii ও iii ঘ. র, ii ও iii
উত্তর : ১। গ ২। গ ৩। গ ৪। গ ৫। ক ৬। খ ৭। খ ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। ক ১২। ক ১৩। ক ১৪। ক ১৫। ঘ ১৬। খ ১৭। খ ১৮। ঘ ১৯। গ ২০। ঘ ২১। খ ২২। গ ২৩। ঘ ২৪। ঘ ২৫। ঘ ২৬। ক ২৭। ঘ ২৮। ঘ ২৯। খ ৩০। ক।
