পঞ্চম শ্রেণির বিজ্ঞান * ইসলাম ও নৈতিক শিক্ষা
প্রাথমিক বিজ্ঞান
আফরোজা বেগম
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ
আমাদের পরিবেশ
প্রশ্ন : উদ্ভিদ কিসের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ নানাভাবে প্রাণীর ওপর নির্ভরশীল।
যেমম-
* প্রাণীরা নিঃশ্বাসের সঙ্গে, জ্বালানি পোড়ানোর মাধ্যমে পরিবেশে কার্বন ডাই-অক্সাইড বাড়ায়। উদ্ভিদ এ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে।
* মৌমাছি, প্রজাপতিসহ নানা কীটপতঙ্গ ছোট পাখি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
* পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। এ সার পুষ্টি হিসেবে ব্যবহার করে বেড়ে ওঠে। তাই উদ্ভিদের বৃদ্ধিতেও প্রাণীর ভূমিকা রয়েছে। * মানুষ ও অন্যান্য প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বীজের বিস্তরণ ঘটে ও গড়ে ওঠে উদ্ভিদের নতুন আবাসস্থল।* বিভিন্ন কীটপতঙ্গ যেমন- পিঁপড়া, বিছা পোকা শত্র“কে আক্রমণ করে উদ্ভিদকে বাঁচায়।
সুতরাং, উদ্ভিদ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নানাভাবে প্রাণীর ওপর নির্ভরশীল।
প্রশ্ন : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
উত্তর : মানুষ বিভিন্নভাবে পরিবেশের বিভিন্ন জড় উপাদানের ওপর নির্ভর করে। মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ নিচে দেয়া হল-
* মাটি * বাতাস * পানি
প্রশ্ন : পরাগায়ন কাকে বলে?
উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগ বিভিন্ন মাধ্যমে একই ফুলের বা ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে। একেই পরাগায়ন বলে। এ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করে। তাই এটা ইদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আব্যশিক একটি প্রক্রিয়া।
প্রশ্ন : খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা কর।
উত্তর : খাদ্যশৃঙ্খলে সূর্য থেকে শক্তি উৎপাদকের মাধ্যমে সংগৃহীত হয়। এ শক্তি পরে উৎপাদক থেকে খাদ্যশৃঙ্খলের উৎপাদকের মাধ্যমে বিভিন্ন খাদক স্তরে স্থানান্তরিত হয়। ঈগল এবং খাদ্যশৃঙ্খলের উৎপাদক নয়, খাদক তারা উভয়েই উৎপাদক থেকে খাদকের বিভিন্ন স্তর অতিক্রম করে শক্তির সঞ্চয় করে। একইভাবে সাপ ব্যাংক খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে তথা ঈগল ও সাপে খাদ্যশৃঙ্খল নামক শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াতে শক্তির প্রবাহ চলতে থাকে।
যেমন-
সবুজ উদ্ভিদ (ঘাস) ঘাসফড়িং ব্যাঙ সাপ ঈগল
ওপরের খাদ্যশৃঙ্খলে দেখা যায় যে, ঘাস হল উৎপাদক। আর ঈগল এবং সাপ উভয়েই খাদ্যশৃঙ্খলের খাদক। এরা উভয়েই উৎপাদক থেকে শক্তি নিয়ে বেঁচে থাকে।
সুতরাং, খাদ্যশৃঙ্খলে সাপ ও ঈগল পাখি উভয়েই খাদক।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ
সহকারী শিক্ষক
মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ
আকাইদ
১. নিফাক শব্দের অর্থ কী?
ক. বাচাল খ. অবিশ্বাস গ. কপটতা ঘ. মিথ্যাচার
সঠিক উত্তর : (গ)
২. নৈতিকতা হল-
i. সত্য কথা বলা ii. নিজের মতো চলা
iii. ভ্রাতৃত্বের সম্পর্ক গড়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
সঠিক উত্তর : (গ)
৩. আকিদা শব্দের বহুবচন কোনটি?
ক. আকিদা খ. আকাইদ গ. উকুদুন ঘ. তাকিদুন
সঠিক উত্তর :(খ)
৪. কোনটি আল্লাহ নিকট একটি বড় নিয়ামত?
ক. ইমান খ. জুলুম গ. সদকা ঘ. হাবিয়া
সঠিক উত্তর :(ক)
৫. জান্নাত হল-
i. মণিমুক্তা দ্বারা নির্মিত বাসস্থান
ii. মুমিনদের বাসস্থান iii. চির শান্তির স্থান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : (ঘ)
৬. বেহেশত কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. উর্দু ঘ. হিন্দি
সঠিক উত্তর :(খ)
৭. আল্লাহর রং হল-
i. তাঁর দ্বীন ii. তাঁর নির্লিপ্ততা
iii. তাঁরা গুণাবলি
নিচের কোনোটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
সঠিক উত্তর : (গ)
৮. খতম শব্দের অর্থ কী?
ক. শুরু খ. পড়া গ. শেষ ঘ. দায়িত্ব
সঠিক উত্তর : (গ)
৯. আখিরাত কী?
ক. পৃথিবীর ধ্বংস খ. মৃত্যুর পরবর্তী জীবন
গ. মানুষের উত্থান ঘ. মৃত্যুর আগের জীবন
সঠিক উত্তর : (খ)
১০. আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি?
ক. কিয়ামত খ. হাশর গ. কবর ঘ. মিযান
সঠিক উত্তর : (ক)
১১. ‘আল্লাহ অমুখাপেক্ষী’- কোন সূরার আয়াত?
ক. বাকারা খ. মায়িদা
গ. ইখলাস ঘ. ফাতিহা
সঠিক উত্তর : (গ)
১২. প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
সঠিক উত্তর :(ক)
