পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলা * বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলা
সবুজ চৌধুরী
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
“এই দেশ এই মানুষ”
১। বিপরীত শব্দ লিখ।
বৈচিত্র্য - অভিন্ন পূর্ণিমা - অমাবস্যা
সার্থক - ব্যর্থ দেশ - বিদেশ
জনম - মরণ পাহাড় - সমতল
সৌভাগ্য - দুর্ভাগ্য বাঙালি - অবাঙালি
ক্ষুদ্র - বৃহৎ বন্ধু - শত্রু
গৌরব - অগৌরব আকাশ - পাতাল
কম - বেশি শ্রদ্ধা - ঘৃণা
ভিন্ন - অভিন্ন আত্মীয় - পর
ভালোবাসা - ঘৃণা জননী - জনক
২। সমার্থক শব্দ লিখ/ শব্দার্থ লিখ ।
পার্বণ - উৎসব সার্থক - সফল
জনম - জন্ম প্রকৃতি - নিসর্গ
বৈচিত্র্য - বিভিন্ন ক্ষুদ্র - ছোট
জাতিসত্তা - নৃগোষ্ঠী আত্মীয় - স্বজন
দেশ - ভূখণ্ড নদী - তটিনী
আকাশ - গগন প্রান্তর - মাঠ
গৌরব - গর্ব বন্ধু - সুজন
পেশা - জীবিকা বিচিত্র - বিভিন্ন
উৎসব - অনুষ্ঠান ধাঁচ - ধরন
অধিবাসী - বাসিন্দা দরকার - প্রয়োজন
পাহাড় - গিরি সমুদ্র - অর্ণব
জননী - মা স্নেহ - মমতা
সম্পদ - ধন বাতাস - হাওয়া
৩। এক কথায় প্রকাশ
জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর
কৃষিকাজ করেন যিনি - কৃষক
একের সঙ্গে অন্যের সম্পর্ক - পরস্পর
যারা বাংলা ভাষায় কথা বলে - বাঙালি
জন্ম দেন যিনি - জননী
নদী বা সমুদ্রের তীরের বালুময় স্থান - বেলাভূমি
আত্মার সঙ্গে সম্পর্ক যার - আত্মীয়
মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন - কুমোর
মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা - জেলে
অর্থ আছে যার - সার্থক
পর্বত আছে যে অঞ্চলে - পার্বত্য
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
আফরোজা বেগম
সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা
আমাদের মুক্তিযুদ্ধ
প্রশ্ন : কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছে?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। সরকার গঠনের পরপরই এ সরকার সর্বপ্রথম মুক্তিবাহিনী গঠনের দিকে উদ্যোগ নেয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআরের বাঙালি সদস্য, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। এ বাহিনীর-
প্রধান সেনাপতি : কর্নেল (পরবর্তীতে জেনারেল) মুহম্মদ আতাউল গণি ওসমানী
উপ-প্রধান সেনাপতি : গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার।
সেনাবাহিনী প্রধান : লে. কর্নেল আবদুর রব।
মুক্তি ফৌজ : বাঙালি সাময়িক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত ছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। এদের বলা হতো মুক্তিফৌজ। অনিয়মিত বাহিনী : বেসামরিক সর্বস্তরের জনগণ নিয়ে গড়ে উঠেছিল অনিয়মিত বাহিনী।
বিশেষ বাহিনী : দেশের অভ্যন্তরে আঞ্চলিক পর্যায়ে অন্যান্য বেশ কিছু ছোট বাহিনী গড়ে ওঠে। যেমন : বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ‘কাদেরিয়া বাহিনী’ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ‘মায়া বাহিনী’ উল্লেখযোগ্য।
মুক্তিযুদ্ধের শেষের দিকে গঠিত হয় বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ।
সুতরাং এ দেশের সামরিক, বেসামরিক তথা আপামর জনসাধারণকে নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। যুদ্ধের ৯ মাস ধরে মুক্তিবাহিনীর নির্ভীক সদস্যরা অদম্য প্রতিরোধ ও আক্রমণ গড়ে তুলে স্বাধীনতার টকটকে সূর্যকে ছিনিয়ে আনে।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন?
উত্তর : এ দেশের সামরিক, বেসামরিক তথা আপামর জনসাধারণকে নিয়ে ১৯৭১ সালে গড়ে উঠেছিল মুক্তিবাহিনী। গেরিলা আক্রমণ ও সম্মুখযুদ্ধ ছিল প্রধান যুদ্ধ কৌশল। এ যুদ্ধে ছিল না আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী।
* যুদ্ধের সময় এ দেশের অগণিত সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। থাকা-খাওয়া, তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিবাহিনীকে লড়াই চালিয়ে যেতে তারা উদ্বুদ্ধ করেছিলেন। এসব কাজে নারীদের বিশেষ ভূমিকা ছিল।
* সংস্কৃতি কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা গান, নাটক, ক্রোড়পত্র পাঠ ইত্যাদির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতেন।
* এ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরাও সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশ নিয়েছিলেন। * সব বিপদ তুচ্ছ করে মুক্তিবাহিনী ও বাংলার অগণিত মুক্তিকামী জনতা শহরে, গ্রামে যে যেভাবে পেরেছিল রুখে দাঁড়িয়েছিল। * সবার মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ব্যাপক রূপ লাভ করে। এভাবে যুদ্ধের ৯ মাস ধরে মুক্তিবাহিনীর সদস্যরা ও সাধারণ মানুষ গড়ে তুলেছিল অদম্য প্রতিরোধ ও আক্রমণ। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। আমি তাদের অবদান, সাহস ও সহাযোগিতার ভূয়সী প্রশংসা করি।
